হাসপাতালেই মিলবে সদ্যোজাতের বার্থ সার্টিফিকেট

কলকাতা: পুরসভা বা কর্পোরেশনগুলিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকার দরকার নেই। হাসপাতাল থেকেই সদ্যোজাতের শংসাপত্র ইস্যু করা শুরু করল কলকাতা মেডিক্যাল কলেজ। হাসপাতালের ইডেন বাড়ির ইমার্জেন্সি কাউন্টার থেকে সদ্যোজাতের বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, সরকারি হাসপাতালে সন্তানের জন্মের পর সেই সংক্রান্ত শংসাপত্র বিভিন্ন পুরসভা ও কর্পোরেশন থেকে পেতে অনেকের জুতোর সুখতলা খয়ে যাওয়ার অবস্থা হয়।

হাসপাতালেই মিলবে সদ্যোজাতের বার্থ সার্টিফিকেট

কলকাতা: পুরসভা বা কর্পোরেশনগুলিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকার দরকার নেই। হাসপাতাল থেকেই সদ্যোজাতের শংসাপত্র ইস্যু করা শুরু করল কলকাতা মেডিক্যাল কলেজ।

হাসপাতালের ইডেন বাড়ির ইমার্জেন্সি কাউন্টার থেকে সদ্যোজাতের বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, সরকারি হাসপাতালে সন্তানের জন্মের পর সেই সংক্রান্ত শংসাপত্র বিভিন্ন পুরসভা ও কর্পোরেশন থেকে পেতে অনেকের জুতোর সুখতলা খয়ে যাওয়ার অবস্থা হয়। মেডিক্যাল কলেজ এবং সরকারি হাসপাতাল থেকে তথ্য পুরসভায় পাঠানো এবং তারপর বার্থ সার্টিফিকেট তৈরি হওয়া এবং সন্তানের অভিভাবকদের হাতে তা তুলে দেওয়া নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। পুরসভা এবং হাসপাতাল কর্তৃপক্ষ তা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ করে থাকে। সম্প্রতি দেখা গিয়েছিল, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে সময়ে নথি না পাঠানোয় ১০ হাজারের মতো বাচ্চার জন্মের শংসাপত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =