‘সুদীপ্ত সেনের চিঠি খতিয়ে দেখছে স্বরাষ্ট্রমন্ত্রক’, কুণালকে জানালেন শাহ

‘সুদীপ্ত সেনের চিঠি খতিয়ে দেখছে স্বরাষ্ট্রমন্ত্রক’, কুণালকে জানালেন শাহ

 

নয়াদিল্লি: সারদা কর্তা সুদীপ্ত সেনের দাবি মেনে ফের সারদা মামলার তদন্ত হতে পারে৷ তাঁর পাঠানো চিঠি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষের জবাবি চিঠিতে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ কুণালের কথায়, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সুদীপ্ত কাণ্ড নিয়ে চিঠি দিয়েছিলাম৷ উনি জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে৷’’

একুশের বিধানসভা নির্বাচনের মুখে সারদাকর্তা সুদীপ্ত দেন একটি চিঠি পাঠিয়েছিলেন কলকাতা মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে৷ সূত্রের খবর, ওই চিঠিতে সুদীপ্তর তরফে দাবি করা হয়েছে, ২০১৩ সালে সারদা বন্ধ হয়ে যাওয়ার পর মুকুল রায় তাঁকে জোর করে একটি চিঠি লিখিয়েছিলেন৷ কিন্তু আসলে সারদার কোটি কোটি টাকা লুঠ করেছেন তৎকালীন তৃণমূলের দুই প্রথমসারির নেতা শুভেন্দু অধিকারী ও মুকুল রায় সহ একাধিক ব্যক্তি৷ বিষয়টি তদন্তে করে দেখার অনুরোধ জানিয়েছিলেন সুদীপ্ত৷

সুদীপ্তর ওই চিঠির সঙ্গে আরও কিছু তথ্য জুড়ে সারদা মামলায় পুনর্তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সম্প্রতি লিখিত আর্জি জানান তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ৷ তারই প্রেক্ষিতে সম্প্রতি অমিত শাহ জবাবি চিঠি দিয়েছেন বলে কুণাল জানান৷ স্বভাবতই মামলা পুনর্তদন্ত হলে ফের কোন কোন প্রভাবশালীর নাম উঠে আসবে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 12 =