পুজোর আগে আমানতকারীদের টাকা ফেরানোর নির্দেশ হাইকোর্টের

পুজোর আগে আমানতকারীদের টাকা ফেরানোর নির্দেশ হাইকোর্টের

 

কলকাতা: সারদা-রোজভ্যালি-সহ একাধিক চিটফান্ড মামলার তদন্ত শুরু করেছে সিবিআই৷ সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর পর চিটফান্ড মামলার চূড়ান্ত পর্বের চার্জশিট দাখিল করতে চলেছে সিবিআই৷ নতুন চিটফান্ড আইনে প্রায় ছ’বছর পর প্রথম রায় ঘোষণা করেছে তমলুক জেলা আদালত৷ পিনকনকর্তা মনোরঞ্জন রায় ও তাঁর স্ত্রীকে দোষী সাব্যস্ত করেছে আদালত৷ কিন্তু, অভিযুক্তরা সাজা পেলেও কবে সাধারণ জনতা ফিরে পাবেন তাঁদের কষ্টার্জিত টাকা? এবার সেই ভুক্তভোগীদের জন্য সুখবর দিল কলকাতা হাইকোর্ট৷ শারদীয় উৎসবের আগে কলকাতা হাইকোর্টের মানবিক নির্দেশে উপকৃত হতে চলেছেন প্রতারিত আমানতকারীরা৷

শারদীয় উৎসবের আগে কলকাতা হাইকোর্টের মানবিক নির্দেশ, বেআইনি অর্থলগ্নি সংস্থা ভিবজিওতে যে সমস্ত আমানতকারী তাঁদের কষ্টার্জিত  টাকা রেখে প্রতারিত হয়েছিলেন, তাঁদের কিছু টাকা ফিরিয়ে দেয়া হবে৷ যে সমস্ত আমানতকারী বেআইনি অর্থলগ্নি সংস্থা ভিবজিওতে টাকা রেখেছিলেন, সেই সমস্ত আমানতকারীদের ৫০০০ টাকা করে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ শারীরিক ভাবে অসুস্থ আমানতকারীদের জন্য হাইকোর্টের গড়ে দেওয়া প্রাক্তন বিচারপতি এসপি তালুকদারের কমিটিকে মানবিক হওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি জয় সেনগুপ্ত ডিভিশন বেঞ্চ৷ পুজোর আগেই দ্রুত সেই টাকা ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত৷ হাইকোর্টের এই নির্দেশে উৎসবের আগে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন বাংলার কয়েক হাজার আমানতকারী৷

শুক্রবার বেআইনি অর্থলগ্নি সংস্থা ভিবজিওর মামলার শুনানি ছিল৷ সেই মামলার শুনানিতে আমানতকারীদের পক্ষের আইনজীবী অরিন্দম দাস আদালতে জানান, ভিবজিও বাজার থেকে ৩৬৮ কোটি টাকা তুলেছিল৷ যার মধ্যে ৩৫০ কোটি টাকার সম্পত্তি বিক্রি করে কলকাতা হাইকোর্টের গঠিত প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের কাছে তুলে দেন বেআইনি অর্থলগ্নি সংস্থা ভিভজিও৷ আবেদনকারীর আইনজীবী অরিন্দম বাবু জানান, দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে৷ অথচ এখনও আমানতকারীরা একটি পয়সা ফেরত পাননি৷ ফলে, যে সমস্ত আমানতকারী পাঁচ হাজার টাকা পর্যন্ত এই বেআইনি অর্থলগ্নি সংস্থা লগ্নি করেছিলেন, তাদের যাতে ওই টাকাটা ফিরিয়ে দেওয়া হয়, তাহলে উপকৃত হবেন আমানতকারীরা৷

এদিনের বিশেষ বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি সেনগুপ্ত ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষ কমিটিকে নির্দেশ দেন, যারা অল্প টাকা লগ্নি করেছিল ওই বেআইনি অর্থলগ্নি সংস্থায়, তাদের সেই টাকা অর্থাৎ ৫০০০ টাকা পুজোর আগে ফিরিয়ে দিতে হবে৷ পাশাপাশি বিশেষ বেঞ্চের নির্দেশ, যে সমস্ত আমানতকারীরা বর্তমানে শারীরিক অসুস্থ হয়েছেন, তাদের যথাযথ চিকিৎসার কাগজপত্র দেখে যাতে হাইকোর্টে করে দেওয়ার কমিটি বিষয়টি বিবেচনা করেন সে বিষয়েও এদিন নির্দেশ দেন ডিভিশন বেঞ্চ৷

২০১৫ সালে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া চিঠি পাঠিয়ে ওই সংস্থাকে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয়৷ বাজার থেকে ভিবজিও‌ গোষ্ঠী কমপক্ষে ৩৬৮ কোটি টাকা বেআইনিভাবে তুলেছে বলে অভিযোগ৷ বাংলায় ব্যবসা বাড়াতে আমানতকারীদের বার্ষিক ১৫ শতাংশ হারে সুদ দেওয়ার টোপ দেওয়া হয়৷ বাজার থেকে বেআইনি ভাবে টাকা তোলার পর শুরু হয় প্রতারণা৷ ২০১৫ সালে এন্টালি থানায় মে প্রথম দায়ের হয়েছিল অভিযোগ৷ পরে দিল্লি বিমানবন্দর থেকে রাজা ভদ্রকে গ্রেফতার করে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =