মণীশ-খুনে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের, শক্তি মিছিল তৃণমূলের

মণীশ-খুনে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের, শক্তি মিছিল তৃণমূলের

কলকাতা:  টিটাগড়ে বিজেপি নেতা খুনের ঘটনায় ইতিমধ্যেই তপ্ত বঙ্গ রাজনীতির ময়দান৷ বিজেপি নেতা খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি৷ তদন্ত চললেও থেকে নেই রাজনীতি৷ একালায় শান্তি ফেরানোর দাবিতে টিটাগড়ে শান্তি মিছিলে পা মিলিয়েছেন রাজ্যের মন্ত্রী থেকে তৃণমূল কর্মীরা৷ পাল্টা মিছিলের প্রস্তুতিও শুরু করে দিয়েছে বিজেপি৷ মৃত্য ঘিরে এক-অপরের বিরুদ্ধে আঙুল, কাদা ছোড়াছুড়ির পর্বে ফের হাইকোর্টে সমালোচনার মুখে রাজ্য সরকার৷

রাজ্য সরকারের তদন্তে সন্তুষ্ট না হতে পেরে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা তিবরেওয়াল৷ আজ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যাকাণ্ডে কী তদন্ত করা হচ্ছে, বিস্তারিত তথ্য রিপোর্ট তলব করেছে৷ আগামী শুক্রবার ফের এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে৷ বিজেপি নেতা খুনের তদন্তের অগ্রগতি সম্পর্কে হাইকোর্টের তরফে জানতে চাওয়া হয়েছে৷ সিআইডি ও পুলিশের তরফে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, মামলা কোন পর্যায়ে রয়েছে, তার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে৷ মুখ বন্ধ খামে সেই রিপোর্ট জমা করাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ ওই রিপোর্টের পর মামলার পরবর্তী শুনানি হবে৷

মামলাকারী আইনজীবীর দাবি, পুলিশ ও সিআইডির গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে৷ পুলিশের তরফে সেই অর্থে কোনও রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না৷ যে কয়েজনকে গ্রেফতার করা হয়েছে, তা নামন্তর৷ খুনের পিছনে কারা? তাঁদের আড়াল করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে৷ মামলাকারী আইনজীবীর দাবি খারিজ করে সরকারের অবস্থান স্পষ্ট করা হয় রাজ্যের তরফে৷ দীর্ঘ সওয়াল-জবাবের পর গোটা ঘটনার রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছে আদালত৷

অন্যদিকে এলাকায় শান্তি রক্ষার দাবিতে ফিরহাদ হাকিম ও জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে বিশাল মিছিল করেছে তৃণমূল৷ তৃণমূলের শান্তি মিছিলের গেরোয় সপ্তাহের শুরুতেই থমকে গিয়েছে টিটাগড়ের বিস্তীর্ণ এলাকার যান চলাচল৷ বিজেপি নেতা মণীশ-খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে ইতিমধ্যেই রাজ্যপাল জগদীপ ধনকরের দ্বারস্থ হল বিজেপি৷ বিজেপি সাংসদ ঘনিষ্ঠ মণীশ শুক্লা খুনের ঘটনায় তৃণমূল ও পুলিশের যোগসাজসেই অভিযোগ আগেই তুলেছেন অর্জুন সিং৷ সিবিআই তদন্তের দাবিও তুলেছেন অর্জুন৷  পাল্টা মিছিলেও প্রস্তুতি নিচ্ছে বিজেপি৷ ফলে, আগামী দিনেও যানযন্ত্রণার শিকার হতে চলেছে বারাকপুরের জনতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − eleven =