বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করাতে কমিশনে গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করাতে কমিশনে গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

কলকাতা:  প্রকাশিত হয়েছে ভোটের নির্ঘণ্ট৷ ভোট ঘোষণা হওয়ার মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়৷ তাঁর দাবি নির্বাচনে হস্তক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট৷ এবার এই মামলার শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷

বিধানসভা নির্বাচন অবাধ শান্তিপূর্ন চেয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, যে কোন অভিযোগ যথাযথ খতিয়ে দেখবে নির্বাচন কমিশন৷  অবাধ শান্তিপূর্ন নির্বাচন করতে সব রকমের পদক্ষেপ গ্রহণ করবেন কমিশন, আশাবাদী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি৷ যাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি৷ ভোটারদের নিরাপত্তা দিতে হবে যাতে তারা নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, জানান প্রধান বিচারপতি৷ ভোটের ঘোষণার পর হাইকোর্টের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷

বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছিলেন হাইকোর্টের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল৷ তাঁর আর্জি, গত দুই বিধানসভা নির্বাচনে রাজ্যে যে ভাবে অশান্তি হয়েছে৷ ২০১৯ সালের পৌর ও পঞ্চায়েত ভোটে যে ভাবে হিংসার ঘটনা ঘটেছে সে দিকে নজর দিয়ে একুশের নির্বাচনে হস্তক্ষেপ করুক উচ্চ আদালত৷ এই জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করেন প্রাক্তন এডভোকেট জেনারেল৷

বিমল চট্টোপাধ্যায় তাঁর আবেদনে জানান, ভোটে যে হিংসার ঘটনা ঘটছে, তা রাজ্যবাসীর কাছে ভয়ঙ্কর বিষয়৷ এর ফলে গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে৷ একজন শান্তিপ্রিয় মানুষের কাছে এই হিংসা অসহনীয় বলেও মন্তব্য করেছেন তিনি৷ সে কারণেই ভোটে আদালতের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি৷ বিগত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে যেভাবে রাজ্যজুড়ে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে তিনি আতঙ্কিত বলেও জানান প্রাক্তন এডভোকেট জেনারেল৷ভোট দানের সময় ভোটারদের মধ্যে যাতে ভয়-ভীতির প্রভাব না পড়ে সেই বিষয়ে নজর দিতে আর্জি জানানো হয়৷ কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েই এই জনস্বার্থ মামলায় আজ নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে জনস্বার্থ মামলা ও আদালতের নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =