কলকাতা: পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচন নিয়ে এলাকায় এলাকায় প্রস্তুতি এখন তুঙ্গে। আর রাজ্য সরকারের মেয়াদ ফুরানোর আগেও ফুরিয়েছে কলকাতা, হাওড়ার মতো গুরুত্বপূর্ণ পুরসভার মেয়াদ। কিন্তু করোনা সংক্রমণের ব্যাপকতায় হয়নি নির্বাচন। এবার রাজ্যের ১১১টি পুরসভায় দ্রুত নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে আদালত৷
একদিকে বিরোধী দলগুলির শীঘ্র নির্বাচন করানোর দাবি, আর অন্যদিকে নির্বাচন সম্ভব না হওয়ার গড়িমসি। এসবের মাঝেই হাওড়া পুরসভা নির্বাচন করানোর দাবিতে রাজ্য সিপিএমের তরফে একটি জনস্বার্থ মামলা হয়। যার প্রেক্ষিতে শুক্রবার সেই মামলার রায়দান করল কলকাতা হাইকোর্ট। নির্বাচনের প্রস্তুতি যাবতীয় কাজ দ্রুত শেষ করে নির্বাচন কমিশনকে হাওড়া পুরসভা নির্বাচন করানোর নির্দেশ দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মহম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ। আজ এই রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে, যাতে করে দ্রুত হাওড়া পুরসভা ভোট করানো হয়। হাওড়া পুরসভা নির্বাচন নিয়ে মামলা হলেও মেয়াদ উত্তীর্ণ হওয়া রাজ্যের সমস্ত পুরসভায় দ্রুত ভোট করানোর নির্দেশ দিয়েছে আদালত৷ কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে৷ ফলে, কলকাতা পুরসভা বাদে রাজ্যের ১১১টি পুরসভায় দ্রুত ভোট করাতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে৷
উল্লেখ্য, ২০১৮ সালের ১০ ডিসেম্বর হাওড়া পুরসভার শাসনকালের মেয়াদ শেষ হয়। তারপর থেকে দীর্ঘ ৩ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো নির্বাচন হয়নি। ইতিমধ্যে প্রশাসক নিয়োগ করে হাওড়া পুরসভা পরিচালনা করা হচ্ছিল। গতবছর হাওড়া জেলা সিপিআইএম-এর তরফ থেকে দ্রুত পুরো নির্বাচন করার দাবিতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আর এই মামলার প্রেক্ষিতেই শুক্রবার কলকাতা হাইকোর্ট এই রায়দান করে। এবার নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে কবে হাওড়া পুরসভা নির্বাচন করায় সেটাই আলোচ্য বিষয়৷ কারণ শিয়রে রাজ্যের বিধানসভা নির্বাচন। আদালতের এই নির্দেশে সিপিএম সহ অন্যান্য বিরোধী দলগুলির মুখে হাসি ফুটলেও শাসক দল এতে রীতিমতো অস্বস্তিতে পড়বে, কারণ বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রস্তুতির মাঝে নিরাপত্তার বিষয়ে যথেষ্ট চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে।