কলকাতা: তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য না করার জন্য বুধবার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র প্রতি নিষেধাজ্ঞা জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। শান্তিপুরের চৌধুরিপাড়া গ্রামে বিষমদকাণ্ডে গত ১৮ নভেম্বর ১২ জনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে ৩০ নভেম্বর প্রতিনিধিদল নিয়ে শান্তিপুর গিয়েছিলেন কৈলাস। অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু এদিন আদালতে দাবি করেন, ওই বিজেপি নেতা সেখানে গিয়ে তাঁর মক্কেলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেই সূত্রে তাঁকে ১ ডিসেম্বর ক্ষমা চাওয়ার জন্য নোটিস পাঠানো হয়। কিন্তু, তাতে সাড়া না দিয়ে ওই নেতা আবারও তাঁর মক্কেলের বিরুদ্ধে বেআইনি নানা ব্যবসা চালানোর অভিযোগ আনেন প্রকাশ্যে। সেই সূত্রেই আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলাটি করা হয়েছে।
কৈলাসের মুখে লাগাম পড়াতে নিষেধাজ্ঞা হাই কোর্টের
কলকাতা: তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য না করার জন্য বুধবার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র প্রতি নিষেধাজ্ঞা জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। শান্তিপুরের চৌধুরিপাড়া গ্রামে বিষমদকাণ্ডে গত ১৮ নভেম্বর ১২ জনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে ৩০ নভেম্বর প্রতিনিধিদল নিয়ে শান্তিপুর গিয়েছিলেন কৈলাস। অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু এদিন আদালতে দাবি করেন, ওই বিজেপি নেতা সেখানে