সারদা মামলায় নয়া মোড়! দেবযানীকে ৮ সপ্তাহ সময় হাইকোর্টের

সারদা মামলায় নয়া মোড়! দেবযানীকে ৮ সপ্তাহ সময় হাইকোর্টের

কলকাতা: সারদা মামলায় দেবযানী মুখোপাধ্যায়কে সিবিআইয়ের সঙ্গে সবরকম সহযোগিতা করতে ৮ সপ্তাহের সময় দিল কলকাতা হাইকোর্ট৷ সহযোগিতা করার পর জামিনের আর্জি শুনবে আদালত৷ মূলত কণ্ঠস্বর পরীক্ষা, সুদীপ্ত-সহ বেশকিছু অন্য অভিযুক্তের মুখোমুখি বসার জন্য তিন বছর ধরে চেষ্টা করলেও দেবযানী সহযোগিতা করেননি বলে এদিন তাঁর জামিন মামলায় হাইকোর্টে জানায় সিবিআই৷ এরপর বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৮ সপ্তাহের মধ্যে যাবতীয় সহযোগিতা নির্দেশ দেন৷

সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ৷ সারদাকাণ্ডে দেবযানী মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর একাধিকবার সিবিআই তদন্তকারী আধিকারিকরা মুখোমুখি বসার চেষ্টা করেও সফল হয়নি৷ বিভিন্ন তথ্য সারদাকাণ্ডে পেয়েছে সিবিআই৷  কণ্ঠস্বর পরীক্ষা থেকে শুরু করে সারদাকাণ্ডে অন্যান্য অভিযুক্তদের সঙ্গে মুখোমুখি বসিয়ে বেশ কিছু তথ্য জানার চেষ্টা করার প্রক্রিয়া নিলেও বারংবার দেবযানী মুখোপাধ্যায় সিবিআর আবেদনে মুখ ঘুরিয়ে নেন৷

সোমবার কলকাতা হাইকোর্টে দেবযানী মুখোপাধ্যায় জামিনের আবেদনে জানান৷ সেই আবেদনের ভিত্তিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ধৃতকে তিন সপ্তাহের সময়সীমা বেঁধে দেন৷ এই সময়ের মধ্যে দেবযানী মুখোপাধ্যায় সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের সঙ্গে যদি যথাযথ সহযোগিতা করে, তবেই তাঁর জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দেন ডিভিশন বেঞ্চ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *