কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মেলার মাঠে পাঁচিল তোলার ঘটনায় স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট৷ রাজ্যের আবেদন গ্রহণ করা সত্ত্বেও কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত৷ বুধবারের শুনানিতে পরবর্তী নিদের্শ দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট৷ বিশ্বভারতীতে পাঁচিল তোলাকে কেন্দ্র করে বেপরোয়া তাণ্ডব, তা নিয়ন্ত্রণে আনতে পুলিশের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ৷ আইন-শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ ব্যর্থ হলে আমরা করব, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির৷
আজ কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে বিশ্ববিভারতীতে মেলার মাঠে পাঁচিত তোলার উপর স্থগিতাদেশ চেয়ে আর্জি জানায় রাজ্য৷ সেখানে বিশ্বভারতীতে তাণ্ডবের প্রসঙ্গেও উঠে৷ স্থানীয়েদর ক্ষোভের কথা বলতে গিয়ে আইন-শৃঙ্খলার প্রসঙ্গ তোলা হয় রাজ্যের তরফে৷বিক্ষুব্ধ জনতার কারণে আইন-শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে তৈরি হয়েছে সমস্যা৷ সমস্যায় পড়তে হয়েছে পুলিশকে৷ আজ না হয় বিক্ষোভ কোনভাবে সামলানো গিয়েছে৷ আগামীকাল কী হবে? হাইকোর্টে এেন দাবি জানিয়ে পাঁচিল তোলার উপর স্থগিতাদেশ চাওয়া হয়৷
রাজ্যের এই দাবি শুনে উষ্মা প্রকাশ করে আদালত৷ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত৷ বিক্ষুব্ধ জনতা আইনের ঊর্ধ্বে যাবে, তা হবে না৷ প্রয়োজনে আমরা গুলির মুখোমুখি হব৷ পুলিশ তার কাজ না করতে না পারলে আমরা করব৷ পাঁচিল দেওয়া মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির৷
এদিন তাৎপর্যপূরণ ভাবে আদালতের তরফে বিশ্বভারতীর ঐহিত্যের সঙ্গে মেলার প্রসঙ্গও তোলা হয়৷ সাফ জানিয়ে দেওয়া হয়, পৌষ মেলা বন্ধ করার নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত৷ প্রয়োজনে সেই নির্দেশে বদল করতে পারে৷ পৌষ মেলা একটা ইতিহাস আছে৷ এটা বন্ধ করা যাবে না৷ বিশ্বভারতী চাইলেও তা বন্ধ করতে পারে না৷
বিশ্বভারতীতে তাণ্ডবের পর সোমবার ফের শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ ঘেরার কাজ ফের শুরু হয়৷ আদালতগঠিত কমিটির তত্ত্বাবধানে এই কাজ শুরু করে ঠিকাদার সংস্থার কর্মীরা৷ যেখানে নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ মোতায়েন করা হয়৷ আড়াই ফুট উঁচু পাঁচিলের ওপরে পাঁচ ফুট উঁচু তারকাটার বেড়া লাগানো হবে বলে জানা গিয়েছে৷ ৪ সপ্তাহ সময় লাগতে পারে এই কাজ শেষ হতে৷রবিবার কলকাতা হাইকোর্টের ৪ সদস্যের কমিটি শান্তিনিকেতন সফরে যান৷ সেখানে ওই সদস্যরা বিশ্বভারতীর ছাত্র, আশ্রমিক এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন৷ তারপর কমিটির পক্ষ থেকে মেলার মাঠ ঘেরার কাজ দ্রুত শুরু করার কথা বলা হয়৷ সেই মতোই সোমবার থেকে সেই কাজ শুরু হয়৷