কলকাতা: ‘শেষ হয়েও হইলো না শেষ’! সিবিআইয়ের বিশেষ আদালতে ফিরহাদ-সুব্রত-মদন-শোভনের জামিন মঞ্জুর হলেও হাইকোর্টে স্থগিতাদেশ৷ নিম্ন আদালতের রায়ের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট৷ ফলে এখনই মুক্তি পাচ্ছেন না তাঁরা৷ আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি৷ বুধবার পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে তাঁদের৷ জানা গিয়েছে, এই ৪ প্রভাবশালীকে প্রেসিডেন্সি জেলে রাখা হবে৷ ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে জেল কর্তৃপক্ষ৷
ব্যাঙ্কশাল আদালতে জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ধৃতদের আজ ছাড়া যাবে না, নির্দেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালও বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের৷ আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি৷ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়ের জামিনের নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় সিবিআই৷ আদালত জানিয়ে দিয়েছেন, এই চার নেতাকে বুধবার পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে৷ বুধবার এই মামলার পরবর্তী শুনানি৷ শুনানি না হওয়া পর্যন্ত ৪ হেভিওয়েট নেতাকে আগামী বুধবার পর্যন্ত প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকতে হবে তাঁদের৷ আগামী বুধবার পর্যন্ত জেল হেফাজত থাকতে হবে তাঁদের৷
ব্যাঙ্কশাল আদালতে মামলার শুনানির পর কলকাতা হাইকোর্টে শুরু হয় মামলার শুনানি৷ মামলার শুনানিতে হাইকোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এই মুহূর্তে মামলা অন্য কোনও রাজ্যে নিয়ে যাওয়া যাবে না৷ শুনানি সমাপ্তি না হওয়া পর্যন্ত মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায়কে ছাড়া যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ এর আগে নারদ মামলায় মদন মিত্র, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলায় তাঁদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন সিবিআই বিশেষ আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায়। শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয়৷ ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে সকলের। শর্ত ছিল, জামিন মিললে রাজ্যের বাইরে যেতে পারবেন না তাঁরা৷ এরপর হাইকোর্টের সেই জামিনে স্থগিতাদেশ জারি হল৷