বিজেপি সাংসদকে ত্রাণ-অনুমতি হাইকোর্টের, আদালতে ধাক্কা রাজ্যের

বিজেপি সাংসদকে ত্রাণ-অনুমতি হাইকোর্টের, আদালতে ধাক্কা রাজ্যের

 

কলকাতা: ফের হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য প্রশাসন৷ করোনা কবলিত এলাকায় বিজেপি সাংসদদের ত্রাণ বিলি করতে বাধা দেওয়া হচ্ছে৷ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর ত্রাণ বিলিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ মামলার শুনানিতে বড় জয় পেয়েছে গেরুয়া শিবির৷ বিজেপি সাংসদকে ত্রাণ বিলির ক্ষেত্রে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে উচ্চ আদালত৷

ত্রাণ বিলি করতে বাধা দিচ্ছে পুলিশ৷ এই অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা৷ আজ মামলার শুনানিতে অবশেষে বালুরঘাটের বিজেপি সাংসদকে ত্রাণ বিলিতে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে এলাকায় ত্রাণ বিলি করতে বাধা দেওয়া হচ্ছে৷ হেনস্তা করছে পুলিশ প্রশাসন৷ এই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সংসদ৷ মামলার প্রেক্ষিতে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ বিলিতে অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক৷ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে,  কোভিড নির্দেশিকা মেনে ত্রাণ বিলিবন্টন করতে পারবেন সাংসদ সুকান্ত মজুমদার৷ ত্রাণ বিলিবণ্টনে বাধা দেওয়া যাবে না৷  আদালত সূত্রে খবর, এদিন মামলার শুনানিতে বেশ খানিকটা অস্বস্তির মুখে পড়তে হয় রাজ্যকে৷ কেন ত্রাণ বিলিতে বাধা? প্রশ্নের মুখে পড়তে হয় সরকারি কৌসুলিকে৷

যদিও, এর আগে করো করোনা ও ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকায় ত্রাণ বিলির ক্ষেত্রে বিজেপির একাধিক সাংসদকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে৷ একাধিকবার বিজেপি সাংসদ দিলীপ ঘোষের পথ আটকে দেয় পুলিশ৷ এছাড়া লকডাউন বিধি অমান্য করার অভিযোগও দায়ের হয় বেশ কয়েকজন বিজেপি সাংসদের বিরুদ্ধে৷ ক্যানিং যাওয়ার পথে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আটকে দেয় পুলিশ৷ সাংসদের কারণে এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে, মূলত এই অভিযোগ তুলে বিজেপি সাংসদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে৷ কেন বিজেপি সাংসদের ত্রাণ বিলিতে বাধা দেওয়া হচ্ছে? এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপি গেরুয়া শিবির৷ সেই মামলার শুনানিতে বড় জয় পেয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =