কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন গরমের দাপট আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার সব জায়গাতেই তাপমাত্রা বেড়েছে। তবে এখনও পর্যন্ত কোনও এলাকার জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর। তাপমাত্রা এভাবে বাড়তে থাকলে তাপপ্রবাহজনিত পরিস্থিতি কয়েকদিনের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।
আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি নেই। আকাশে কালো মেঘের আনাগোনা না থাকার জন্য চড়া রোদে তাপমাত্রা চড়ছে। জলীয় বাষ্প ঢোকার পরিমাণ কমে যাওয়ার জন্য গা পুড়িয়ে দেওয়া গরমের অনুভূতি হতে শুরু করেছে। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা বৃহস্পতিবারও ছিল ৪০ শতাংশ।
এটা আগামী দিনে আরও কমবে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন। এতে গরমের তীব্রতা আরও বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি হওয়ার জন্য যে নিম্নচাপ, নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত থাকা দরকার, সেটা এখন নেই। তবে অসমের উপর একটি ঘূর্ণাবর্ত থাকায় উত্তরবঙ্গের কিছু এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে।