কলকাতা: আগামী ৩ মে নাগাদ ঘূর্ণিঝড় ‘ফনি’ অতি তীব্র সাইক্লোন হয়ে আছড়ে পড়তে পারে ওড়িশার উপকূলে। তার প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে প্রবল শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের মতিগতি এখনই সম্পূর্ণ নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা।
কতটা ক্ষমতা নিয়ে এই ঘূর্ণিঝড় সাইক্লোন হয়ে ভারতীয় ভূখণ্ডের কোন অংশে আছড়ে পড়বে, তা আজ-কালের মধ্যে নিশ্চিত করে বলা যাবে। অর্থাৎ সকাল থেকে প্রাণান্তকর গরমে হাঁসফাঁস অবস্থা থেকে সম্পূর্ণ স্বস্তি আজ, মঙ্গলবার হয়তো মিলবে না। কিন্তু ইতিমধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বায়ুমণ্ডলে অল্প হলেও জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। সোমবারই এর প্রমাণ মিলেছে সন্ধ্যায়।
এদিন সকাল থেকেই গরম চললেও বিকেলে কলকাতা সহ বিভিন্ন জেলার আকাশে মেঘ দেখা যায় বিচ্ছিন্নভাবে। সঙ্গে হাওয়া থাকায় সারাদিনের অস্বস্তি থেকে কিছুটা রেহাই মেলে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস বলেন, জলীয় বাষ্প কিছুটা ঢুকতে শুরু করেছে। তবে ঘূর্ণিঝড় ‘ফনি’র বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ৩ মে নাগাদ এটি ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে।