‘পার্থ-বাবুর মাথা যেমন ফাঁকা থাকে, অনেকটা তেমনই ছিল তৃণমূলের ব্রিগেড’

অবশেষে বিস্তর হাঁক ডাকের পর, তৃণমূলের ব্রিগেড হল প্রায় ফাঁকা! সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷এদিন সাংবাদিক বৈঠক থেকে দিলীপের কটাক্ষ, ‘‘আগামের পার্থবাবুর মাথা যেমন ফাঁকা থাকে, অনেকটাই৷ সেরকম অনেকটাই ফাকা ছিল ব্রিগেড৷’’ মাঠ ভরাতে এদিন সিভিক ভলেন্টিয়ার, সবজিওয়ালা, টোটো চাকলদের তুলে আনা হয়ে বলেও অভিযোগ তোলেন তিনি৷ এদিন সকাল

‘পার্থ-বাবুর মাথা যেমন ফাঁকা থাকে, অনেকটা তেমনই ছিল তৃণমূলের ব্রিগেড’

অবশেষে বিস্তর হাঁক ডাকের পর, তৃণমূলের ব্রিগেড হল প্রায় ফাঁকা! সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷এদিন সাংবাদিক বৈঠক থেকে দিলীপের কটাক্ষ, ‘‘আগামের পার্থবাবুর মাথা যেমন ফাঁকা থাকে, অনেকটাই৷ সেরকম অনেকটাই ফাকা ছিল ব্রিগেড৷’’  মাঠ ভরাতে এদিন সিভিক ভলেন্টিয়ার, সবজিওয়ালা, টোটো চাকলদের তুলে আনা হয়ে বলেও অভিযোগ তোলেন তিনি৷

‘পার্থ-বাবুর মাথা যেমন ফাঁকা থাকে, অনেকটা তেমনই ছিল তৃণমূলের ব্রিগেড’এদিন সকাল থেকে একের পর এক টিভি চ্যানেল ভরা ব্রিগেডের ছবি দেখানোর হাজারো কসরৎ করলেও ক্যামেরাতেই ধরা পড়েছে ফাঁকা ব্রিগেডের ছবি৷ দলমেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা তখন ঢের বাকি, মঞ্চে সবে মাইক ধরেছেন কেজরিওয়াল৷ দুপুর দুটো নাগাদ বহুতল থেকে তোলা ছবিতেই ধরা পড়েছে সব আয়োজনই আছে, কেবল মানুষ নেই৷ যত গর্জায়, তত বর্ষায় না! ফের বোঝালো তৃণমূলের ফাঁকা ব্রিগেড৷

গত তিন ধরেই কার্যত বাংলার টিভি চ্যানেলগুলিতে শুরু হয়ে গিয়েছিল ভিড় বোঝানোর আগাম কায়দা। দিন রাত প্রাণ পাত পরিশ্রম করে বোঝানোর চেষ্টা চলেছে অমুক জেলা থেকে এত লক্ষ মানুষ, তমুক জেলা থেকে এত লক্ষ মানুষ আসবেন। বিনা পয়সার সরকারি বাস এলো, ভয় দেখানো বেসরকারি বাস এলো, ট্রেকার এলো, এলো তৃণমূলের ঝান্ডা বেঁধে সুমো আর হরেক এসইউভি-র দঙ্গল, তবু মানুষ এলো না ব্রিগেডে। সর্বকালের সেরা ব্রিগেড তো দূর, ডোরিনা ক্রসিং-র তৃণমুলের বার্ষিক একুশে জুলাইয়ের সমাবেশের থেকেও কম মানুষ এসেছেন তৃণমূলের ব্রিগেডে।

আর ট্রেন? মমতা বক্তৃতা শুরু করার অন্তত ঘন্টা খানেক আগে থেকেই সমাবেশে আসা মানুষ ভিড় জমিয়েছেন শিয়ালদহে, হাওড়ায় ফেরার ট্রেন ধরতে। বারংবার প্রায় প্রতিটি বক্তা বক্তব্য শুরু করার আগে পরে নেত্রীকে বলতে হয়েছে উঠে যাবেন না বসে থাকুন, চারটে আগে বাস পাবেন না। বলেছেন নেত্রী, তবুও ফাঁকা ব্রিগেড আটকাতে পারেননি, মাঠ থেকেছে ফাঁকাই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =