অস্থায়ী পদে কর্মী নিয়োগের দাবিতে তৃণমূলের বিক্ষোভ

আসানসোল: মৃত কর্মীর পোষ্যদের ক্যাজুয়ালে নিয়োগ না করে পঞ্চায়েত এলাকার চার যুবককে নিয়োগের প্রতিবাদে কল্যাণেশ্বরীতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অফিস চত্বরে বিক্ষোভ দেখালেন ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা-কর্মীরা৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ আসানসোল পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের টিএমসি সভাপতি সমীরণ ভট্টাচার্য জানান, ‘‘এই দপ্তরে মৃত কর্মীদের পোষ্যরা বহু বছর চাকরির জন্য ঘুরছেন৷ তাঁদের স্থায়ী

অস্থায়ী পদে কর্মী নিয়োগের দাবিতে তৃণমূলের বিক্ষোভ

আসানসোল: মৃত কর্মীর পোষ্যদের ক্যাজুয়ালে নিয়োগ না করে পঞ্চায়েত এলাকার চার যুবককে নিয়োগের প্রতিবাদে কল্যাণেশ্বরীতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অফিস চত্বরে বিক্ষোভ দেখালেন ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা-কর্মীরা৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷

আসানসোল পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের টিএমসি সভাপতি সমীরণ ভট্টাচার্য জানান, ‘‘এই দপ্তরে মৃত কর্মীদের পোষ্যরা বহু বছর চাকরির জন্য ঘুরছেন৷ তাঁদের স্থায়ী বা অস্থায়ী, কোনও পদেই কাজ দেওয়া হচ্ছে না৷ অন্তত ১২ জন এমন রয়েছেন৷ পুর এলাকার দেবীপুর, কদভিটা, রামনগর, কল্যাণেশ্বরী-সহ পুর এলাকার কাউকে কাজ না দিয়ে পঞ্চায়েত এলাকার চার জনকে ঠিকাদারের কর্মী হিসেবে নিয়োগপত্র দেওয়া হল৷ এটা কী ভাবে সম্ভব? আমরা পিএইচইর স্থানীয় ইঞ্জিনিয়ারদের বলে দিয়েছি, আগে মৃত কর্মীদের পোষ্যদের কাজ দিন৷ তার পরে অন্য লোকেদের কথা ভাববেন৷ যত দিন না আমাদের দাবি পূরণ হবে, তত দিন আন্দোলন চলবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 7 =