উন্নয়নের বার্তা দিতে রাজ্যে ডিজিটাল প্রতিযোগিতার আয়োজন তৃণমূলের

কলকাতা: রাজ্যের উন্নয়ন এবং রাজনৈতিক বার্তা প্রচারে ডিজিটাল মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে তৃণমূল। মুখ্যত বাংলাকেই টার্গেট করা হলেও আসন্ন লোকসভা নির্বাচনের ময়দানে দলের গুরুত্ববৃদ্ধির কথা মাথায় রেখে এই কর্মসূচিকে সর্বভারতীয় রূপ দিয়েছে এআইটিসি মিডিয়া সেল। তাই যে কোনও ভারতীয় নাগরিক নিজের মাতৃভাষায় এই ডিজিটাল প্রতিযোগিতায় নাম দিতে পারবেন। গত ১০ ডিসেম্বর থেকে প্রতিযোগিতায় নাম

উন্নয়নের বার্তা দিতে রাজ্যে ডিজিটাল প্রতিযোগিতার আয়োজন তৃণমূলের

কলকাতা: রাজ্যের উন্নয়ন এবং রাজনৈতিক বার্তা প্রচারে ডিজিটাল মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে তৃণমূল। মুখ্যত বাংলাকেই টার্গেট করা হলেও আসন্ন লোকসভা নির্বাচনের ময়দানে দলের গুরুত্ববৃদ্ধির কথা মাথায় রেখে এই কর্মসূচিকে সর্বভারতীয় রূপ দিয়েছে এআইটিসি মিডিয়া সেল। তাই যে কোনও ভারতীয় নাগরিক নিজের মাতৃভাষায় এই ডিজিটাল প্রতিযোগিতায় নাম দিতে পারবেন। গত ১০ ডিসেম্বর থেকে প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন অনলাইনে জমা দিতে হবে। সংগঠনের বৈঠকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিজিটাল মিডিয়ার গুরুত্বের কথা বলেছিলেন। নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় করতে উদ্যোগ নিতে বলেছিলেন দলের তরুণ প্রজন্মকে। সেই লক্ষ্যেই তৃণমূলের ডিজিটাল মিডিয়া সেল নানা ধরনের কর্মসূচি নিতে শুরু করেছে। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে প্রশিক্ষিত ডিজিটাল সৈনিক তৈরি করেছে তৃণমূল। উল্লেখ্য, ইতিমধ্যেই বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় স্তরে সাইবার সেল তৈরি করে দলের রাজনৈতিক প্রচার এবং এনডিএ সরকার তথা নরেন্দ্র মোদির প্রচারে সক্রিয় রয়েছে। তার মোকাবিলায় তৎপর তৃণমূল ইতিমধ্যে কর্মশালা, ক্যুইজ, আলোচনাচক্রের আয়োজন করে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় ফেসবুক লাইভ করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =