তৃণমূলের ব্রিগেড বাতাসে ছড়িয়ে বিষ, বলছে দূষণের সূচক

কলকাতা: বায়ুদূষণে দিল্লিকেও হারিয়েছে শহর কলকাতা৷ এবার তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনে গোটা শহর কলকাতাজুড়ে আরও একবার বিষ ছাড়াল বাতাসে৷ দূষণের সূচক বলছে, ব্রিগেড সমাবেশে বাতাসে ভাসমান ধূলিকণা পরিমাণ ছিল পিএম ১০, অতি সূক্ষ ধূলিকণার পরিমাণ ছিল পিএম ২.৫৷ একই সঙ্গে ছিল বেশি ছিল নাইট্রোজেন ডাই অক্সাইডের মাত্রা৷ একদিকে নেতা-মন্ত্রীদের গাড়ি ও অন্যদিকে ব্রিগেডে লাখো জনতার

তৃণমূলের ব্রিগেড বাতাসে ছড়িয়ে বিষ, বলছে দূষণের সূচক

কলকাতা: বায়ুদূষণে দিল্লিকেও হারিয়েছে শহর কলকাতা৷ এবার তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনে গোটা শহর কলকাতাজুড়ে আরও একবার বিষ ছাড়াল বাতাসে৷ দূষণের সূচক বলছে, ব্রিগেড সমাবেশে বাতাসে ভাসমান ধূলিকণা পরিমাণ ছিল পিএম ১০, অতি সূক্ষ ধূলিকণার পরিমাণ ছিল পিএম ২.৫৷ একই সঙ্গে ছিল বেশি ছিল নাইট্রোজেন ডাই অক্সাইডের মাত্রা৷ একদিকে নেতা-মন্ত্রীদের গাড়ি ও অন্যদিকে ব্রিগেডে লাখো জনতার ভিড়ে কলকাতার দূষণ বেড়েছে বলে মনে করছেন পরিবেশ কর্মীদের একাংশ৷

বাতাসে বিষের পাশাপাশি সমাবেশে ব্যবহৃত চোঙার শব্দেও বেড়েছে শব্দ দূষণ৷ শব্দ জব্দে মাইক্রোফোনে সাউন্ড লিমিটারের ব্যবহার বাধ্যতামূলক করতে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ থাকলেও, তা মেনে এই ধরনের বড় সমাবেশ করা কতখানি বাস্তবসম্মত, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ সামনেই রয়েছে আরও দু’টি ব্রিগেড সমাবেশ৷

সভা, সমাবেশের জেরে কার্যত মুখ থুবড়ে পড়তে চলেছে পরিবেশ৷ শনিবার এবং রবিবার, দু’দিনই পিএম ২.৫-র মাত্রা প্রতি ঘন মিটারে ৫০০ মাইক্রোগ্রামে পৌঁছয়৷ ৪০০ মাইক্রোগ্রাম সব থেকে বিপদজ্জনক৷ গত দু’দিনে শেষ ধাপও পেরিয়ে গিয়েছে আনেকটাই৷ সঙ্গে প্রচুর সংখ্যক গাড়ি শহরে ঢোকায় নাইট্রোজেন ডাই অক্সাইডের মাত্রাও এতখানি বেড়েছে৷ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য থেকে দেখা যাচ্ছে, এই দু’দিন ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে নাইট্রোজেন ডাই অক্সাইডের গড় হার ছিল যথাক্রমে ১৫৬ এবং ১৮১৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + two =