কলকাতা: ভিনরাজ্যেও প্রার্থী দিচ্ছে তৃণমূল। মঙ্গলবার রাজ্যের ৪২টি আসনে প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা জানান। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং অসমে প্রার্থী দেবে তৃণমূল। তবে ইউনাইটেড ইন্ডিয়ায় যে দলগুলি শরিক রয়েছে, তাদের যাতে অসুবিধা না হয়, সেই দিকে লক্ষ্য রেখেই প্রার্থী দেওয়া হবে। অসমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এরাজ্যের শাসকদল। বিশেষত, এনআরসি ইস্যু এবং নাগরিক বিল নিয়ে অসমের বিজেপির সরকারকে জবাব দিতেই সেখানে প্রার্থী দেওয়া হবে বলে নেতৃত্ব জানিয়েছে।
চার রাজ্যে প্রার্থী ঘোষণা তৃণমূলের
কলকাতা: ভিনরাজ্যেও প্রার্থী দিচ্ছে তৃণমূল। মঙ্গলবার রাজ্যের ৪২টি আসনে প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা জানান। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং অসমে প্রার্থী দেবে তৃণমূল। তবে ইউনাইটেড ইন্ডিয়ায় যে দলগুলি শরিক রয়েছে, তাদের যাতে অসুবিধা না হয়, সেই দিকে লক্ষ্য রেখেই প্রার্থী দেওয়া হবে। অসমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে