বহরমপুর ও ক্যানিং: ফের আক্রান্ত রাজ্যের শাসক দলের কর্মী। গুলি করে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। এদিন সকালে বহরমপুর থানার নিয়াল্লিশ পাড়ায় ওই ব্যক্তিকে গুলি করে খুন করা হয়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
অন্যদিকে, একই দিনে জোড়া খুন দক্ষিণ চব্বিশ পরগনায়। রবিবার রাতে, টেংরা বাজার থেকে বাড়ি ফেরার পথে ক্যানিংয়ের দাড়িয়ায় কার্তিক নস্কর নামে এক তৃণমূল নেতাকে গুলি করে, কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। কার্তিক নস্করের স্ত্রী শবনম নস্কর দাড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান। ক্যানিং থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
পাশাপাশি, রবিবার সন্ধেয় পয়তার হাট এলাকা থেকে বাড়ি ফেরার সময় কুলতলিতে সুরথ মণ্ডল নামে বছর চল্লিশের যুব তৃণমূল কর্মীকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শুট আউটের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুটি ঘটনাতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে শাসকদল। কিন্তু অভিযোগ অস্বীকার করে, এই দুটি ঘটনাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে দাবি বিজেপি নেতৃত্বের।