ভোটকর্মীদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার নির্দেশ রাজ্যের

ভোটকর্মীদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার নির্দেশ রাজ্যের

2b20e4509ea3723f79058f8ff311a6dd

কলকাতা:  বিধানসভা নির্বাচনে যারা ভোট কর্মী হিসেবে কাজ করবেন, তাঁদের ৬ মার্চের মধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে৷ এমনই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ 

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সব জেলাশাসককে লিখিতভাবে এই নির্দেশ পাঠিয়ে চলতি মাসের মধ্যে স্বাস্থ্যকর্মী ছাড়া প্রথমসারির করোনা যোদ্ধা এবং ২৫ ফেব্রুয়ারির মধ্যে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের টিকাকরণের কাজ শেষ করার কথা বলেছেন বলে নবান্ন সূত্রে খবর৷ পরবর্তী পর্যায়ে সরকারি এবং আধা সরকারি দফতরে কর্মরত সব স্তরের কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং পরিবহন কর্মীদের টিকা দেওয়া হবে বলে মুখ্যসচিব গতকালই জানিয়েছেন৷

কেন্দ্রীয় সরকারের নির্দেশে আগামী সোমবার থেকে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের কাজে যুক্ত ভোট কর্মীদের টিকাকরণের কাজ শুরু হতে চলেছে। স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম ইতিমধ্যেই বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে ভোট কর্মীদের নামের তালিকা দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। ধাপে ধাপে প্রাথমিকভাবে কতজনকে টিকা দেওয়া হবে দফতর ইতিমধ্যেই তার একটা হিসাব তৈরি করেছে৷ প্রায় সাড়ে চার লক্ষ ভোট কর্মীকে টিকা দেওয়া হবে বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *