রাজভবনে বাজপেয়ির পূর্ণাবয়ব ছবির উন্মোচন রাজ্যপালের

রাজভবনে বাজপেয়ির পূর্ণাবয়ব ছবির উন্মোচন রাজ্যপালের

কলকাতা: আজ বড়দিনের উৎসবের রাজভবনের মধ্যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির পূর্ণাবয়ব ছবির উন্মোচিত করলেন রাজ্যপাল৷

অটলবিহারী বাজপেয়ির জন্মবার্ষিকী উপলক্ষে রাজভবনে তৈলচিত্রের উন্মোচন করা হয়৷ উন্মোচন করেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল জগদীপ ধনকার৷ আজ রাজভবনের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বাজপেয়ির সম্পর্ক গভীর হলেও আজ রাজভবনে পূর্ণাবয়ব ছবির উন্মোচনে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়৷

অন্যদিকে, দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারীর জন্মবার্ষিকীতে টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ টুইটে মমতার লেখান, দেশের উন্নতিতে পক্ষপাতের ঊর্ধ্বে ছিলেন অটলবিহারী৷ তাঁর শূন্যতা মুখ্যমন্ত্রী অনুভব করেন বলেও জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 9 =