কলকাতা: করোনা মহামারীর আবহে ফের রাজ্য রাজ্যপাল সংঘাত৷ রাজ্যের দুই সাংবিধানিক প্রধানের পত্রযুদ্ধ ঘিরে তপ্ত বঙ্গ রাজনীতি৷ রাজ্যপালের এক্তিয়ার মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর পাতার চিঠির৷ পাল্টা পাঁচ পাতার চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ চালিয়েছেন রাজ্যপাল৷ সংবিধান রাজ্যকে ইচ্ছা মত চলতে দিতে পারে না৷ তথ্য-সহ সত্য ফাঁসের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন রাজ্যপাল৷ মুখ্যমন্ত্রীকে পাঁচ পাতার চিঠির পর দ্বিতীয় দফায় চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ ১৪ পাতার চিঠি পাঠিয়ে ৩৭ টি বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷
দ্বিতীয় দফার চিঠিতে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন, ইচ্ছাকৃতভাবে সরকারি ব্যর্থতা ঢাকতে চাইছেন! আপনার কাজের ধারা সংবিধানকে অসম্মান করছে৷ স্বাস্থ্যব্যবস্থা এভাবে অবহেলিত হলে বিপর্যয় আসন্ন৷ যদি করো না আক্রান্তদের তথ্য চেপে দেওয়া হয়, যদি নামেই কোয়ারেন্টিন পরিষেবা দেওয়া হয়, যদি সৎ ভাবে পরীক্ষা করানো না হয়, যদি স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা না দেওয়া হয়, যদি তাঁদের দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা না করা হয়, যদি তাদের ভালমানের সুরক্ষা পোশাক না দেওয়া হয়, এই চূড়ান্ত সংকটে যদি চিকিৎসার উপকরণ কিনতে বেনিয়ন হয়, গণবণ্টনে যদি রাজনীতিকরণ হয়, সরকারি সামগ্রী লুট হতে থাকে, এইসব না হলে বিপর্যয় আসন্ন৷
রাজ্যপালের আরও মন্তব্য, ঝাড়ু বা মাইক্রোফোন হাতে মুখ্যমন্ত্রীর প্রচার কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠুক৷ এখন রাজনীতির নাটুকেপনার বদলে দরকার প্রশাসনিক কার্যকারিতা৷ আমি মনোনীত হয়ে আসিনি৷ আমাকে নিয়োগ করা হয়েছে৷ আমি রাবার স্ট্যাম্প বা ডাকঘর নই৷ মানুষ যখন বিপর্যয়ে তখন আমি ঘরের মধ্যে হাত গুটিয়ে বসে থাকতে পারি না৷ মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে ফের আক্রমণ রাজ্যপালের৷
Initial Response @MamataOfficial. Final one tomorrow. People need to know all. State and people cannot be made to suffer at the hands of those who compromise constitutional prescriptions. None is above Law. pic.twitter.com/FA3jIFpipy
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 23, 2020