রবীন্দ্রনাথ, অমর্ত্য সেনের সারিতে মমতাকে বসালেন রাজ্যপাল, ‘শুভ বুদ্ধির উদয়’!

রবীন্দ্রনাথ, অমর্ত্য সেনের সারিতে মমতাকে বসালেন রাজ্যপাল, ‘শুভ বুদ্ধির উদয়’!

 

কলকাতা: আচার্যের ডাকা ভিডিও-বৈঠক ‘বয়কট’ করেছেন বাংলার অধিকাংশ উপাচার্য৷ আর তাতেই বেজায় চটে বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকার৷ পরে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে সরাসরি আক্রমণ করেও পাল্টা দিয়েছিলেন৷ জানিয়েছিলেন, ‘আপনার শুভ বুদ্ধির উদয় হোক’৷ কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়েও চরমে উঠেছিল রাজ্য-রাজভবন সংঘাত৷ বৃহস্পতিবার বাংলার দুই প্রধানের সংঘাত, শুক্রবার তা পৌঁছে গেল প্রশংসা পর্বে৷ এবার খোদ রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেনের সারিতে মমতাকে বসালেন রাজ্যপাল৷

রাজভবন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী তোপ দাগার পর দিন কার্যত সুর নরম করে রাজ্যপালের নয়া অবস্থান ঘিরে তৈরি হয়েছে চর্চা৷ লাদাখে চিনা হামলায় শহিদ হয়েছেন বেলগড়িয়ার জওয়ান রাজেশ ওরাং৷ শহিদকে শ্রদ্ধা জানাতে শুক্রবার সস্ত্রীক রাজ্যপাল শহিদের বাড়িতে জান৷ শহিদ পরিবারের সঙ্গে কথা বলার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল৷ সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অর্মত্য সেনের সঙ্গে একই আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসান রাজ্যপাল৷

রাজ্যপাল জগদীপ ধনকার বলেন, ‘‘রাজেশ ওরাং বীরভূমকে বীর ভূমির মর্যাদা দিয়েছেন৷ বীরভূমের মাটি সমৃদ্ধ৷ রাজেশ ওরাং বীরভূমের সুপুত্র৷ এখানে কবিগুরু শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন৷ ৫১টির মধ্যে অন্যতম সতীপীঠ রয়েছে এখানে৷ নোবেলজয়ী অমর্ত্য সেন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকারই৷ এই মাটি থেকে গীত-গোবিন্দ লেখা হয়েছিল৷ এমন কোনও জীবন দর্শন নেই যা এই জেলা থেকে শুরু হয়নি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 17 =