‘বন্ধু’ পার্থকে নির্বাচনী পরামর্শ দিলেন রাজ্যপাল, নিয়োগ বিতর্ক এখন অতীত

‘বন্ধু’ পার্থকে নির্বাচনী পরামর্শ দিলেন রাজ্যপাল, নিয়োগ বিতর্ক এখন অতীত

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর বন্ধু। কয়েকদিন অন্তর অন্তর তাঁর কথা হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যকে নিয়ে চলা চলতি বিতর্ককে তিনি শেষ করে দিয়েছেন৷ জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল আরও জানান, তিনি শিক্ষামন্ত্রীকে বলেছেন, তার কেন্দ্র বেহালায় নজর দিতে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সহ উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে শিক্ষা দফতরের একপ্রস্থ যুদ্ধ শুরু হয়েছে। তবে, রাজ্যপাল বুধবার রাজভবনে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, শিক্ষাক্ষেত্রে এখন বিতর্ক করার সময় নয়। এতে ছাত্রছাত্রীদের কোনও লাভ হবে না।”

রাজ্যপাল জগদীপ ধনখর পদমর্যাদাবলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। তিনি অধ্যাপক গৌতম চন্দ্রকে সহউপাচার্য (শিক্ষা ও প্রশাসন) পদে নিয়োগ করেছেন। কিন্তু, রাজ্যের দাবি এই নিয়োগ অনুচিত। গৌতম বিজেপি'র প্রতিনিধি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকার এই নিয়োগ মেনে নেবে না। মন্ত্রীর আরও বক্তব্য, রাজ্যপাল নাকি ফোনে উপাচার্যদের ভয় দেখাচ্ছেন।

শিক্ষামন্ত্রীর অভিযোগের পাল্টা হিসাবে আগেই টুইট করে রাজ্যপাল বলেছিলেন, শিক্ষামন্ত্রীর আচরণ অসংবিধানিক। এরপর অবশ্য রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন। রাজনীতির উর্দ্ধে উঠে দুজনে কাজ করবেন বলেও জানান।

রাজ্যপাল এবং রাজ্য প্রশাসনের মধ্যে প্রথম সংঘাতের আবহ বর্তমানI হাওড়ার নবান্ন এবং রাজভবনের মধ্যে দূরত্ব যেন ক্রমশই বাড়ছেI এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায প্রথম দিকে চুপই ছিলেনI তিনি সরাসরি মন্তব্যে যেতেন নাI পার্থ চট্টোপাধ্যায় থেকে সুব্রত মুখোপাধ্যায় – মমতার সিনিয়ার মন্ত্রীরা রাজ্যপালকে জবাব ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেনI কিন্তু পরে মমতাও সরাসরি সমালোচনায় নেমেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *