করোনা: কমছে রোগী কল্যাণ সমিতির ক্ষমতা, হাসপাতালে পূর্ণ নিয়ন্ত্রণ রাজ্যের

করোনা: কমছে রোগী কল্যাণ সমিতির ক্ষমতা, হাসপাতালে পূর্ণ নিয়ন্ত্রণ রাজ্যের

কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার বড় সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর৷ করোনা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া-সহ তথ্য বিশ্লেষণের জন্য গঠিত হয়েছে বিশেষ সেল৷ একই সঙ্গে ক্ষমতা খর্ব করা হয়েছে রোগী কল্যাণ সমিতির৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের অনুমতি ছাড়া কোনও রকম সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষ নিতে পারবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷

করোনা মোকাবেলায় এবার  তথ্য বিশ্লেষণের জন্য নয়া সেল গঠন করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷ স্বাস্থ্য দপ্তরের ডেপুটি জেনারেলের নেতৃত্বে নয় সদস নিয়ে গঠিত হয়েছে বিশেষ এই সেল৷ করোনা এলাকা চিহ্নিত করা-সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এই সেল৷ করোনা পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ আরোপ করা থেকে শুরু করে লাগাতার পরীক্ষা-সহ ভাইরাস মোকাবিলায় সমস্ত বিষয় বিশ্লেষণ করবে বিশেষ ডাটা এনালাইসিস সেল৷

অন্যদিকে, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারি হাসপাতালগুলির ওপর নিয়ন্ত্রণ জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷ বাংলার সমস্ত হাসপাতালে ওপর নিয়ন্ত্রণ জারি করায় এখন থেকে স্বাস্থ্য দপ্তরের ছাড়পত্র ছাড়া কোনও প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারবেনা হাসপাতাল কর্তৃপক্ষ৷ একই নিয়ম কার্যকর হবে মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, সুপার ও রোগী কল্যাণ সমিতির সদস্যরা৷ হাসপাতালগুলি সম্পর্কে কোনও সিদ্ধান্ত নিতে হলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মারফত রাজ্য স্বাস্থ্য দপ্তরে তা পাঠাতে হবে৷ সেই প্রস্তাব স্বাস্থ্য ভবনে খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে৷

এছাড়াও কাকে, কোথায়, কখন, কীভাবে কাজে নিযুক্ত করা হবে, কে কোথায় ভর্তি হবেন? করোনা হাসপাতালগুলিতে কোন শিফটে কারা কখন কাজ করবেন, চিকিৎসক স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে কাদের আনানো হবে, তাও ঠিক করবে স্বাস্থ্য দপ্তর৷ কাদের কোয়ারান্টিনে পাঠানো হবে, কাদের আইসোলেশনে পাঠানো হবে, সবকিছুই নির্দিষ্ট করে দেবে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷ নিজে থেকে কোনও হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারবে না৷ করোনা পরিস্থিতি মোকাবিলায় ক্ষমতা খর্ব করা হয়েছে রোগী কল্যাণ সমিতির সদস্যদের৷ স্বাস্থ্য দপ্তরের অনুমতি ছাড়া কোনও রকম সিদ্ধান্ত নিতে পারবে না রোগী কল্যাণ সমিতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =