BREAKING: ফের ৪ জেলায় লকডাউন ঘোষণার পথে নবান্ন!

BREAKING: ফের ৪ জেলায় লকডাউন ঘোষণার পথে নবান্ন!

কলকাতা: দীর্ঘ লকডাউন কাটিয়ে শুরু হয়েছে আনলক পর্ব৷ স্বাভাবিক হতে শুরু করে জনজীবন৷ খুলে গেছে মল, বাজার-ঘাট, অফিস৷ কিন্তু জনজীবন স্বাভাবিক হলেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ৷ রাজ্যের উদ্বেগ বাড়াচ্ছে ৪ জেলার সংক্রমণ৷ বেলাগাম করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার বাংলার ৪ জেলায় পুরোপুরি লকডাউনের পথে হাঁটতে চলেছে নবান্ন৷

করোনা পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই নবান্নে  শুরু হয়েছে আলোচনা৷ সূত্রের খবর, দুই ২৪ পরগনা, হাওড়া ও কলকাতা জেলা পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে আলোচনা৷ নবান্ন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনায় বিধাননগর, বারাসাত, বসিরহাট, বনগাঁয় পুরোপুরি হতে পারে লকডাইন৷ অফিস ও কলকারখানায় কর্মী সংখ্যা কমিয়ে আনা হতে পারে৷ এতদিন যেখানে ৭০% কর্মীরা নিয়ে কাজ করার ব্যবস্থা ছিল, তা কমিয়ে ২০ শতাংশ করা হতে পারে৷ উত্তর ২৪ পরগনা জেলায় আগামী ১৪ দিন লকডাউন ঘোষণা করতে পারে নবান্ন! এছাড়াও নজরে রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া জেলা৷ সেখানেও লকডাউন বাড়তে পারে বলে জানা গিয়েছে৷

৪ জেলায় লকডাউন নতুন করে ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল৷ সেক্ষেত্রে জরুরি পরিষেবা আগের মত চলবে৷ স্ট্যান্ড অ্যালোন শপে ছাড় দেওয়া হতে পারে৷ বন্ধ থাকতে পারে সমস্ত বাজার৷ সরকারি অফিসে কর্মীসংখ্যা কমানোর চেষ্টা করা হতে পারে৷ ২০ শতাংশ কর্মীরা নিয়ে করা হতে পারে পরিষ্কার৷ তবে জল্পনা চললেও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও নির্দেশিকা জারি হয়নি৷ মনে করা হচ্ছে, খুব দ্রুত এই বিষয়ে নির্দেশিকা জারি করবে নবান্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =