বিধানসভায় প্রবেশাধিকারে নয়া সিদ্ধান্ত রাজ্যের! মন্ত্রীদের শপথের দিন বদল

বিধানসভায় প্রবেশাধিকারে নয়া সিদ্ধান্ত রাজ্যের! মন্ত্রীদের শপথের দিন বদল

কলকাতা: কোন জনপ্রতিনিধির সঙ্গে বিধানসভায় প্রবেশ করতে পারবে না কেন্দ্রীয় বাহিনী৷ বিধানসভায় প্রবেশ নিয়ে নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ আজ বিধানসভায় বিজ্ঞপ্তি দিয়ে এই সংক্রান্ত বিষয়ে জানানো হয়েছে৷ অন্যদিকে, রবিবারের পরিবর্তে নব নির্বাচিত রাজ্য মন্ত্রিসভার সদস্যরা আগামী সোমবার শপথ নেবেন বলে বিধানসভা সূত্রে খবর৷ 

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী গতকাল শপথ গ্রহণের পরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় সংবাদ মাধ্যমের একাংশের সঙ্গে শুভেন্দুর নিরাপত্তারক্ষীদের বচসা বেধে যায়৷ পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়৷ এর পরেই সাংবাদিকরা সচিবের কাছে লিখিতভাবে অভিযোগ জানালে কেন্দ্রীয় বাহিনীর কোনও সদস্যকে আজ থেকে বিধানসভায় ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে৷

নব নির্বাচিত রাজ্য মন্ত্রিসভার সদস্যরা রবিবারের পরিবর্তে আগামী সোমবার শপথ নেবেন৷ সব ধরনের কভিড বিধি মেনে অত্যন্ত সাদামাটাভাবে ওই দিন সকাল ১১টায় রাজভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে৷ এরপর বিকাল তিনটায় নবান্নে রাজ্য মন্ত্রিসভার প্রথম প্রস্তাবিত বৈঠক হওয়ার কথা৷ মন্ত্রিসভার সদস্য হিসাবে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব নেবেন শুধুমাত্র তারাই সোমবার শপথ নেবেন বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *