সরকার ভগবান নয়, এত টাকা আসবে কোথা থেকে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

সরকার ভগবান নয়, এত টাকা আসবে কোথা থেকে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

 
কলকাতা: একদিকে করোনা, অন্যদিকে আর্থিক অনটন৷ চলছে সরকারি পরিষেবা৷ মহামারীর আহবে এবার রাজ্যবাসীকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা মহামারীর মধ্যে রাজ্যের আর্থিক অনটনে থাকা সত্বেও সরকারি কর্মচারী, শিক্ষকদের বেতন থেকে শুরু করে সরকারি পরিষেবা অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে জানিয়েছেন, এতকিছুর পরও রাজ্য সরকার কোথা থেকে টাকা পাবে? মুখ্যমন্ত্রীর জানান, সরকার ভগবান নয়৷ তবে অনেক চেষ্টা করছে রাজ্য সরকার৷

আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন৷ সেখানে বলেন, একটু ভুল-ত্রুটি হলেই বিক্ষোভ? সরকার ভগবান নয়৷ সরকার মানে শুধু বাংলার সরকার ম্যাজিশিয়ান নয়৷ সব দোষ বাংলা সরকারের? যে সরকার সব থেকে বেশি কাজ করে৷ বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় মাস্ক, বিনা পয়সায় স্কুল, বিনা পয়সায় পোড়ানোর খরচা৷ কবরে গেলে বিনা পয়সায় খরচা, বিয়ে দেওয়ার টাকা, স্কলারশিপের টাকা, আর কত করবে? বলতে পারেন? টাকাটা কোথা থেকে আসবে? ৪০ লক্ষ মানুষকে পেনশন দেয় যে সরকার, আজ পর্যন্ত সরকারি কর্মচারী বা শিক্ষক বলুন, অভাব থাকা সত্ত্বেও আমরা একদিনের জন্য কারো বেতন কাটেনি৷ বন্ধ করিনি৷ চেষ্টা করছি চালিয়ে যাওয়ার৷ এইটুকু তো সহযোগিতা করবেন৷’’

মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘কোথায় একটু দেরি হলেই বিক্ষোভ৷ এত বড় একটা ঝড় হল৷ বাড়িঘর ভেঙে গিয়েছে৷ লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত৷ কোটি কোটি সেভ হোমে৷ সবাই একটু সহ্য করতে পারছে না?’’ এদিন কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘আমরা তো ভেবেছিলাম ফ্রিতে ওষুধ পাব৷ কিছু হল না৷ খালি হাতে কাজ করতে হচ্ছে৷ শুধু খালি হাতে তালি বাজালে হয়ে গেল? না ঢোলনা, না তালি, বাসি৷ হয়ে গেল?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =