অসংগঠিত শ্রমিকদের জন্য সুখবর, পাওয়া যাচ্ছে সরকারি সুবিধা

অসংগঠিত শ্রমিকদের জন্য সুখবর, পাওয়া যাচ্ছে সরকারি সুবিধা

44ddaa12c0fac73304778171d2f84c24

কলকাতা: কলকাতা পুরএলাকায় বসবাসকারী অসংগঠিত শ্রমিকদের রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য আগামী ১৪ থেকে ১৬ই ফেব্রুয়ারি শহরের প্রতিটি ওয়ার্ড অফিসে নাম নথিভুক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছে। কলকাতার উত্তম মঞ্চে আজ রাজ্য শ্রম দপ্তর ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে এই বিষয়ে এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়৷

শ্রম দপ্তরের আধিকারিকরা এই প্রকল্পের  সুযোগ সুবিধা ও প্রকল্পের ফর্ম কিভাবে পূরণ করতে হবে তা শ্রমিকদের বোঝানোর জন্য উপস্থিত কাউন্সিলার, কাউন্সিলর ও বোরো চেয়ারম্যানদের প্রতিনিধিদের প্রশিক্ষিত করেন। অনুষ্ঠানে রাজ্যের শ্রম কমিশনার জাভেদ আখতার বলেন, কলকাতায় সাড়ে ৫ লক্ষ নথিভুক্ত অসংঘটিত শ্রমিক রয়েছেন। যার মধ্যে এখনো পর্যন্ত ২ লক্ষ ৮৫ হাজার ৫২৮ জন এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন। বাকি শ্রমিকদের অন্তর্ভুক্তির উদ্দেশ্যেই শহরজুড়ে তিনদিনের শিবিরের আয়োজন করা হয়েছে। রাজ্যে একজন অসংঘটিত শ্রমিকও যাতে সরকারের এই উন্নয়নমূলক প্রকল্প থেকে বাদ না যায় সেই উদ্দেশ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। কলকাতা পুরসভার সামাজিক সুরক্ষা প্রকল্প বিভাগের মেয়র পারিষদ ইন্দ্রানী সাহা ব্যানার্জী বলেন, ইতিমধ্যেই সবকটি বোরো অফিসে ফর্ম দেওয়া হয়েছে। ঐ তিনদিন ভিড় এড়াতে কাউন্সিলার বা তাদের প্রতিনিধিদের এখন থেকেই বোরো অফিস থেকে ফর্ম সংগ্রহ করে শ্রমিকদের মধ্যে ফর্ম বিতরণ, প্রয়োজনে ফর্ম পূরণ করে দেবার নির্দেশ দেন তিনি।

২০১৭ সালে এই প্রকল্পের সূচনা হয়। রাজ্যে বসবাসকারী  ১৮ থেকে ৬০ বছরের মধ্যে বয়সের যেসব অসংঘটিত শ্রমিক পরিবারের মাসিক আয় অনধিক ৬ হাজার ৫০০ টাকা, তারাই একমাত্র এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন। যদিও নির্মাণ ও পরিবহন কর্মীদের আয়ের কোন ঊর্ধ্বসীমা নেই। এই প্রকল্পে স্বাস্থ্য, সন্তানের শিক্ষা, পরিবারের সদস্যদের দক্ষতা বিকাশ প্রশিক্ষনের সুবিধা থাকছে। শারীরিক ভাবে অক্ষমদের জন্য ও মৃত্যুর পরও আর্থিক সুবিধা দেওয়া হবে। অনুষ্ঠানে শ্রম দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সৈয়দ আহমেদ বাবা সহ কলকাতা পুরসভার আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *