ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য সুখবর, মাশুল হ্রাস রাজ্যের

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য সুখবর, মাশুল হ্রাস রাজ্যের

কলকাতা: ক্ষুদ্র ও ছোট শিল্প ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার দমকল দপ্তরের ছাড়পত্র সংক্রান্ত মাশুলের হার হ্রাস করেছে৷ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন৷

অর্থমন্ত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন, শিল্পের তারতম্যের ভিত্তিতে বেশ কয়েটি বিষয়ে মাশুল হ্রাস করা হয়েছে৷ প্রতিটি ক্ষেত্রে ২০১৭ সালের নির্ধারিত হারের তুলনায় মাশুল ৯২ শতাংশ হারে কমানো হয়েছে৷ অর্থমন্ত্রী জানিয়েছেন, ১৪.৫ মিটারের বেশি উচ্চতা সম্পন্ন বাড়ি,  ধর্মশালা,  গ্রন্থাগার ইত্যাদির ক্ষেত্রে ৫৩ টাকা ৮০ পযসা প্রতি বর্গফুট দরে অগ্নিসুরক্ষা মাশুল দিতে হত৷ তা কমিয়ে প্রতি বর্গফুট ৪ টাকা ৩৫ পয়সা করা হচ্ছে৷

ছোট নার্সিংহোম, হাসপাতাল, গবেষণা কেন্দ্রের ক্ষেত্রে ওই মাসুলের হার প্রতি বর্গফুট ৮০ টাকা ৭০ পয়সা থেকে কমিয়ে করা হচ্ছে ৬ টাকা ৫২পয়সা৷ বন্দর, বাজার, শপিং মল বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে অগ্নিসুরক্ষা মাশুল প্রতি বর্গফুট ১০৭ টাকা ৬০ পযসা থেকে কমে হচ্ছে ৮ টাকা ৭০ পয়সা করা হয়েছে৷ এসমস্ত কারখানায় দাহ্য পদার্থ ও বিপজ্জনক রাসায়নিক নিয়ে কাজ করা হয়, সেখানেও অগ্নিসুরক্ষা ছাড়পত্র পাওযার মাশুল কমানো হচ্ছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন অর্থমন্ত্রী৷ সেখানে প্রতি বর্গফুট ১৪১ টাকার বদলে এখন ১৩ টাকা ৫০ পযসা হারে মাশুল ধার্যে করা হচ্ছে৷

অর্থমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন সময় ছোট শিল্প সংস্থা ও বণিকসভাগুলি রাজ্য সরকারের কাছে অগ্নিসুরক্ষা ছাড়পত্রের মাশুল কমানোর জন্য আবেদন জানায়৷ তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুদ্র শিল্প উপকৃত হবে বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 19 =