অজানা এক প্রাণী!অদ্ভুত জন্তুর জন্ম দিল ছাগল!

অজানা এক প্রাণী!অদ্ভুত জন্তুর জন্ম দিল ছাগল!

 

নিজস্ব সংবাদদাতা, মু্র্শিদাবাদ: চ্যাপ্টা শরীর, চোখের চিহ্ন, কাঁধ থেকে যেন নেমেছে হাত৷ কোমর থেকে নেমে এসেছে মানুষের মতো পা, রয়েছে পুরুষাঙ্গ৷ মুর্শিদাবাদে সোমবার এমনই অদ্ভুদ এক প্রাণীর জন্ম দিল একটি ছাগল৷ যা দেখে রীতিমত হতবাক গ্রামবাসী৷ 

না ছাগল না মানুষ৷ কিন্তু দুটো মিলিয়ে যেন একটা কী৷ গাছে লোমও রয়েছে৷ মুর্শিদাবাদের সাহেবনগর এলাকার শিলোচর গ্রামের শামসুল হক পুষতেন এই ছাগলটিকে৷ সোমবার ছাগলটি প্রসব করে৷ তবে প্রসবের পর এই অদ্ভুত প্রাণীকে দেখে শামসুলের চোখ ওঠে কপালে৷ বিস্ময়কর এই জীবটির খবর ছড়িয়ে যায় গোটা গ্রামে৷ এরপরই ভিড় জমায় গ্রামবাসীরা৷ কচু পাতার ওপর রাখা হয় জীবটিকে৷ 

তবে জীবটির প্রাণ রয়েছে না সেটি মারা গিয়েছে তা জানা যায়নি৷ তবে ছাগলের পেট থেকে বিস্ময়কর এই জন্তুকে জন্ম নিতে দেখে রীতিমত হতবাক সক্কলে৷ গ্রামবাসীরা ভাবছেন এমনও আবার হয় নাকি?
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + eighteen =