বারাসত: রাজ্যে ফের অ্যাসিড আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল। বনগাঁয় প্রতিবেশী যুবতীর ওপর অ্যাসিড হামলা হয়। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে প্রতিবেশী এক যুবক ও তার তাঁর বাবাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার অভিযুক্ত দু’জনকে আদালতে তোলা হয়েছে৷
সোমবার দুপুরে বনগাঁ থানা এলাকায় ঘটনাটি ঘটে। অ্যাসিড হামলায় যুবতী গুরুতর আহত হন। পুড়ে যায় হাত। স্থানীয়রা প্রথমে ওই যুবতীকে গ্রেপ্তার করে বনগাঁ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। সোমরাতেই যুবতীর পরিবার বনগাঁ থানায় প্রতিবেশী যুবক ও তাঁর বাবার নাম লিখিত অভিযোগ করে। এরপরেই অভিযুক্ত যুবক ও তার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ৷
বনগাঁ পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের নাম সুদীপ হালদার ও দীপঙ্কর হালদার। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, যুবতীর ওপর মিউরেটিক অ্যাসিড ছোড়া হয়। আক্রান্ত যুবতীর পরিবারের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন। জেরায় ধৃতরা জানিয়েছেন, যুবতী তুকতাক করে পরিবারের ক্ষতি করছে। এই সন্দেহেই ধৃতরা যুবতীর ওপর অ্যাসিড হামলা করে।
সম্প্রতি একটি রিপোর্টে দেখা গিয়েছে, দেশের মধ্যে রাজ্যে সব থেকে বেশি অ্যাসিড হামলা হয়। সম্প্রতি অ্যাসিড আক্রান্ত এক তরুণীর লড়াই নিয়ে ছপক সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমায় অ্যাসিড আক্রান্তের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। ছপক মুক্তি পাওয়ার পর দীপিকা পাডুকোন একটি স্ট্রিং অপারেশন করেন। সেখানে দেখা গিয়েছেন, রাজধানী দিল্লিতে দেদারে বিক্রি হচ্ছে অ্যাসিড। বিক্রির সময় বিক্রেতা ক্রেতাকে জানতে পর্যন্ত চাইছে না, কেন অ্যাসিড বিক্রি করা হচ্ছে।