বলিউড সিনেমার স্টাইলে পাঁচতারা হোটেলে জুয়ার আসরের পর্দাফাঁস

কলকাতা: ঠিক যেন বলিউড সিনেমা৷ বিলাসবহুল হোটেলে অর্ধনগ্ন মহিলা ভাড়া করে রমরমা জুয়ার কারবার৷ অবশেষে পুলিশি অভিযানে ঘটল পর্দাফাঁস৷ জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে ইলিয়ট রোডের হোটেলে হানা দেয় পুলিশ৷ সেখানে বিলাসবহুল হোটেলে মালিকের ঘরে চলছিল জুয়ার আসর৷ বেআইনি জুয়ার আসর বসানোর অভিযোগে পুলিশে হোটেল মালিক-সহ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে৷ পুলিশি অভিযানে

বলিউড সিনেমার স্টাইলে পাঁচতারা হোটেলে জুয়ার আসরের পর্দাফাঁস

কলকাতা: ঠিক যেন বলিউড সিনেমা৷ বিলাসবহুল হোটেলে অর্ধনগ্ন মহিলা ভাড়া করে রমরমা জুয়ার কারবার৷ অবশেষে পুলিশি অভিযানে ঘটল পর্দাফাঁস৷

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে ইলিয়ট রোডের হোটেলে হানা দেয় পুলিশ৷ সেখানে বিলাসবহুল হোটেলে মালিকের ঘরে চলছিল জুয়ার আসর৷ বেআইনি জুয়ার আসর বসানোর অভিযোগে পুলিশে হোটেল মালিক-সহ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে৷

পুলিশি অভিযানে ধৃতদের থেকে উদ্ধার হয়েছে নগদ ১ লক্ষ ৮০ হাজার৷ মিলেছে ৬টি দামী মোবাইল ফোন৷ পুলিশ সূত্রে খবর, হোটেল মালিকের অফিস নিজের ঘরে এই জুয়ার আসর বসাতেন৷ সেখানে কখনও কখন জুয়ার আসরে উষ্ণতা বাড়াতে ভাড়া করে আনা হত মহিলাদের৷ অর্ধনগ্ন অবস্থায় তাঁরা জুয়ার আসরে আসা অতিথিদের ‘পরিষেবা’ দিতেন বলেও অভিযোগ৷

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল ইলিয়ট রোডের হোটেলে চলছে জুয়ার আসর৷ এরপর পুলিশ সেখানে অভিযান চালায়৷ ধৃত হোটেল মালিক রজনীশ মালহোত্রর ঘরে অভিযান শুরু হতেই গোটা ঘটনার পর্দাফাঁস করে পুলিশ৷ এই জুয়াচক্রে আর কেউ জড়িত রয়েছে ক না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 8 =