কলকাতা: স্পর্শকাতর বা মিশ্র স্পর্শকাতর জায়গা দিয়ে বিজেপির ‘রথ’ নিয়ে যাওয়া চলবে না। রাজ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ, শনিবার একথাই বৈঠকে জানিয়ে দিতে চলেছে নবান্নের প্রশাসন। সূত্রের খবর, রাজ্যে কোনওভাবে বিজেপির এই কর্মসূচি ঘিরে ঝামেলা বা অন্য কোনও হিংসার পরিস্থিতি না হয়, তার জন্যই সতর্ক থাকছে প্রশাসন। তাই স্থির হয়েছে, গেরুয়া শিবিরকে বলা হবে, এই কর্মসূচি ৪২ দিনের নয়, ১৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। ‘রথযাত্রা’ নামটি বদলে ফেলতে হবে। যদিও আগের দিনই বিজেপি শিবির এই কর্মসূচিকে, ‘গণতন্ত্র বাঁচাও’-এর নামে ঘোষিত করেছে। একইভাবে বলা হবে, ‘গঙ্গাসাগর মেলা’ এবং ‘বড়দিন’-এর দিনে স্থগিত রাখতে হবে এই কর্মসূচি। কারণ, সেই সময় পুলিস পাওয়া যাবে না। আজ, রাজ্য পুলিসের ডিজি, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বিজেপি শিবিরের বৈঠক। তাতেই এই বিষয়টি জানানো হবে।
বিজেপির ‘রথযাত্রা’র ভবিষ্যৎ আজ জানাবে নবান্ন
কলকাতা: স্পর্শকাতর বা মিশ্র স্পর্শকাতর জায়গা দিয়ে বিজেপির ‘রথ’ নিয়ে যাওয়া চলবে না। রাজ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ, শনিবার একথাই বৈঠকে জানিয়ে দিতে চলেছে নবান্নের প্রশাসন। সূত্রের খবর, রাজ্যে কোনওভাবে বিজেপির এই কর্মসূচি ঘিরে ঝামেলা বা অন্য কোনও হিংসার পরিস্থিতি না হয়, তার জন্যই সতর্ক থাকছে প্রশাসন। তাই স্থির হয়েছে, গেরুয়া শিবিরকে বলা হবে, এই