ভোটের মুখে ফের বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ

ভোটের মুখে ফের বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ

কলকাতা: আগামী ২৭ মার্চ বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু। তাই শেষ মুহূর্তে রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে বাংলায় আসছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। আগামী ২৩ মার্চ, মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরার নেতৃত্বে কমিশনের একটি দল দু’দিনের রাজ্য সফরে আসছেন বলে  জানা গিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে। এর আগে কমিশনের প্রতিনিধিরা দক্ষিণবঙ্গের জেলা আধিকারিকদের সঙ্গে কথা বলে নির্বাচনী প্রস্তুতি দেখে গিয়েছেন। তাই এবারে তারা উত্তরবঙ্গের শিলিগুড়িতে পা রাখবেন।

একুশের বিধানসভা নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই। রাজ্য জুড়ে ভোটের মহাপ্রস্তুতি প্রায় শেষের পথে। পাশাপাশি, নির্বাচন নিয়ে তৃণমূল ও বিজেপি দুই দলের মধ্যে উত্তেজনার পারদ শিখরে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে এর আগে মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল অরোরা একগুচ্ছ নির্দেশ দিয়ে গিয়েছিলেন। কিন্তু তারপরও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়া নিয়ে রাজ্যের পুলিশ প্রশাসনের উপর প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। তাই কমিশনের নির্দেশ অনুযায়ী কতটা কাজ হচ্ছে তা এবারে খতিয়ে দেখবেন তারা। শিলিগুড়িতে জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের আধিকারিকরা। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলা প্রশাসনের শীর্ষপদস্থদের সঙ্গেও ভিডিও কনফারেন্সে বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে।

শুক্রবারই রাজ্যের সবচেয়ে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম নিয়ে রাজ্য কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে বিজেপির উপর ভয় দেখানোর রাজনীতির অভিযোগ তুলে স্মারকলিপি জমা দিয়েছেন জোড়াফুলের শীর্ষ নেতৃত্ব। এর মাঝে বদলি হয়েছেন রাজ্য পুলিশের বিভিন্ন উচ্চপদস্থরা। নতুন আধিকারিকদের উপস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা কী পরিস্থিতিতে রয়েছে তা খতিয়ে দেখবে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। আগামী ২৭ মার্চ থেকেই রাজ্যে নির্বাচন শুরু। তাই এবার বাড়তি নজরদারি চলবে গোটা বাংলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =