কলকাতা: কেরল, পঞ্জাব ও রাজস্থানের পর দেশের চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-বিরোধী প্রস্তাব। সামান্য কিছু সংশনীর দাবি উঠলেও শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায় আর্জি মেনে প্রস্তাবে সর্বসম্মত ভাবে সমর্থন জানালো বাম, কংগ্রেস। ফলে কোন ভোটাভুটি ছাড়াই বিধানসভায় পাস হল সিএএ,এনআরসি ও এনপিআর বিরোধী প্রস্তাব। সোমবার দুপুর দুটো নাগাদ সিএএ-বিরোধী প্রস্তাব বিধানসভায় পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
ঘণ্টা দুয়েক আলোচনার পর এই প্রস্তাবে সমর্থন জানায় বিরোধী দল বাম-কংগ্রেস। বিরোধিতা ক্ষেত্রে নিজেদের অবস্থান বজায় রাখল বিজেপি। তিন মাস আগেই ড বিধানসভার পাস হয়েছিল এনআরসি বিরোধী প্রস্তাব। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন সিএএ বিরোধী প্রস্তাবও খুব তাড়াতাড়ি পাস হয়ে যাবে। সেই কথাই রাখলেন তিনি। এদিকে এভাবে একের পর এক রাজ্যের বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাসকে অসাংবিধানিক পদক্ষেপ বলে উল্লেখ করেছে কেন্দ্র। কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, কোনও রাজ্যই সিএএ-র বিরুদ্ধে প্রস্তাব পাস করতে পারে না।
তবে গত ডিসেম্বরে সংসদে এই আইন পাসহ ওয়ার পর থেকেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বিরোধি দলগুলি থেকে শুরু করে একাধিক সামাজিক সংগঠন এই আইনকে ধর্মের ভিত্তিতে বিভাজনের আইন বলে উল্লেখ করে। দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ আন্দোলন, যা এখনও জারি রয়েছে।