কলকাতা: তিথি বলছে আজ চতুর্থী৷ দেবী দুর্গা সপরিবারে মর্ত্যে আসবেন সেই ষষ্ঠীর দিনে৷ মাঝে বাকি এখনও একটি দিন৷ মা না এলেও আর ধৈর্য ধরছে না উৎসবপ্রিয় বাঙালির৷ কেননা, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দেবীপক্ষের শুরুর আগেই মণ্ডপ উদ্বোধন করে দিয়েছেন৷ আর সেই রীতি ধরে বাংলার জনতাও এবার চতুর্থী থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন৷ তবে হঠাৎ কেন চতুর্থীতে উপচে পড়ছে ভিড়? কারণটা কিন্তু আছেই৷
কেননা আবহাওয়া দপ্তর আগেই বলেছিল, পুজো এবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে৷ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, অষ্টমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে৷ নবমী-দশমী বৃষ্টির পরিমাণ বাড়বে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ ফলে আবহাওয়ার মতিগতির আগাম খবর পেয়ে ঝুকি নিতে নারাজ উৎসবপ্রিয় জনতা৷ সেই কারণেই চতুর্থীর দুপুর থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন উৎসবপ্রিয় বাঙালির একাংশ৷
দুর্যোগের কথা মাথায় রেখে প্রতিমা দেখতে মণ্ডপে মণ্ডপে কাতারে কাতারে ভিড় জমাতে শুরু হয়েছে৷ সন্ধ্যা সাতটার ভিড় দেখে মনেই হবে না যে আজ চতুর্থী৷ পুজো শুরুর দু’দিন আগেই কৌতুহলী জনতার উৎসবে মেতে ওঠা ঘিরে বাংলার আকাশে লেগেছে নতুন আনন্দ৷ পুজো উদ্যোক্তাদের একাংশের দাবি, আজ চতুর্থীর রাতে যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তাতে ভেঙে যেতে পারে সপ্তমীর ভিড়ের রেকর্ড৷