বাঁকুড়া: সরকারের এক কোটি টাকার টেণ্ডার দুর্নীতি কাণ্ডে মূল অভিযুক্ত বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ অন্য দুই অভিযুক্ত দিলীপ গরাই ও রামশঙ্কর মহান্তীর মামলা বিষ্ণুপুর মহকুমা আদালত থেকে বাঁকুড়া জেলা আদালতে স্থানান্তরিত করা হল।
প্রসঙ্গত, বিষ্ণূপুর পৌরসভার টেণ্ডার দুর্ণীতি কাণ্ডে জেল হেফাজতে আছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়৷ পরে একই মামলায় গ্রেফতার হয়ে জেল হেফাজতে আছেন শ্যামাপ্রসাদের অন্য দুই সহযোগী দিলীপ গরাই ও রামশঙ্কর মহান্তী। অভিযুক্ত তিন জনকে আজ বাঁকুড়া জেলা আদালতে নিয়ে আসা হয়। অ্যাডিশ্যানাল জজ ফাস্ট কোর্টে এই মামলা বিচারের জন্য স্থানান্তরিত করা হয়েছে। পরবর্তী শুনানীর দিন নির্ধারিত হয়েছে আগামী ২৯ নভেম্বর।
আদালত সূত্রের খবর, বাকি দুজন অভিযুক্ত দিলীপ গরাই ও রামশঙ্কর মহান্তীর জামিনের আবেদনের শুনানী আগামী ২৯ নভেম্বর হবে৷ তবে মামলার প্রধান অভিযুক্ত শ্যামাপ্রসাদের জামিনের আবেদন ওই দিন শুনানী হবে না৷ কারণ, জামিন চেয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোটের্র দ্বারস্থ হয়েছেন শ্যামাপ্রসাদ৷ শ্যামাপ্রসাদের আইনজীবী তাপস চৌধুরী বলেন, ‘‘আমার মক্কেল বয়স্ক৷ শারীরিকভাবে অসুস্থও৷ তাই তাঁর জামিনের বিষয়টির জন্য উচ্চ আদালতে আবেদন জানিয়েছি৷’’