কার্ড ভেদে কতটা রেশন পাবেন গ্রাহকরা? ‘বিজ্ঞাপনে’ জানাবে খাদ্য দফতর

কার্ড ভেদে কতটা রেশন পাবেন গ্রাহকরা? ‘বিজ্ঞাপনে’ জানাবে খাদ্য দফতর

3c3934e29ffba0ac10d135483f2e1fc8

কলকাতা: করোনা মহামারীর আবহে রাজ্যবাসীকে ফ্রিতে রেশন দিচ্ছে সরকার৷ সাধারণ জনতার সুবিধার কথা মাথায় রেখে রেশন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে নবান্ন৷ এবার গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি দূর করতে রেশন কার্ড অনুযায়ী মাসিক কত পরিমাণ কী কী বরাদ্দ, তার সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেছে খাদ্য দফতর৷ অর্থাৎ আর্থিক সামর্থ অনুযায়ী রেশন কার্ড ভেদে বরাদ্দ রেশনের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে৷

জানা গিয়েছে, বাংলা ও ইংরেজি, এই দুই ধরনের ১৯টি স্লাইড তৈরি করেছে খাদ্য দফতর৷ রাজ্যজুড়ে এই ১৯টি স্লাইডের মাধ্যমে ব্যাপক হারে প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ করোনা ও আমফান পরবর্তী সময়ে রেশন নিয়ে বিভিন্ন জায়গায় নানা অভিযোগ আসার পর খাদ্য দফতরের সাফল্যের খতিয়ান তুলে ধরে রাজ্যজুড়ে প্রচার, বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷ ওই প্রচারের মাধ্যমে সাধারণ মানুষ তাঁর নিজস্ব অধিকার সম্পর্কে সচেতন হতে পারবেন বলে মনে করছে খাদ্য দফতর৷

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এই প্রচার চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যবাসীর চাহিদা মেটাতে পর্যাপ্ত রেশন সরকারের ঘরে মজুত রাখা আছে৷ কেউ চাইলে মাসের শেষ নিজের রেশন একবারে তুল নিতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *