‘আনলক ওয়ানে’র প্রথম দিনেই তীব্র যানজট শহরে! কলকাতা ফিরছে কলকাতাতেই

‘আনলক ওয়ানে’র প্রথম দিনেই তীব্র যানজট শহরে! কলকাতা ফিরছে কলকাতাতেই

কলকাতা: দীর্ঘ লকডাউন পর্ব কাটিয়ে অবশেষে ঘোষিত হয়েছে আনলক ওয়ান৷ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে জনজীবন৷ লকডাউনের ৬৭ দিন পর আনলক ওয়ান পর্বে শুরু হতে না হতেই শহর কলকাতার পথে-ঘাটে দেখা মিলল সেই চেনা যানজটের ছবি৷

দীর্ঘ লকডাউন পর্বে গৃহবন্দি ছিল জনজীবন৷  পথঘাট ছিন শুনসান৷ এক ধাক্কায় বেশ খানিকটা কমে ছিল দূষণ৷ এবার করোনার জেরে দীর্ঘ লকডাউন ও গৃহবন্দি জীবন কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা শুরু হল বাংলায়৷ আজ সকালে আনলক ওয়ান পর্বের যশোর রোড দেখা দিয়েছে তীব্র যানজট৷

এয়ারপোর্ট ১ নম্বর গেট, মধ্যমগ্রাম চৌরাস্তায় অন্যান্য দিনের মতো গাড়ির চাপ ছিল যথেষ্ট৷ মধ্যমগ্রাম চৌরাস্তা থেকে এয়ারপোর্ট এক নম্বর গেট পর্যন্ত যশোর রোডে ছিল তীব্র যানজট৷ গাড়ি, বাইকের ভিড়ে আনলকের প্রথম পর্বের প্রথমদিনে যানজট পথে-ঘাটে৷ খুব বেশি বেসরকারি বাস চোখে না পড়লেও সরকারি বাস ছিল হাতে গোনা৷ রাস্তার ধারে জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো৷ তবে হাতে গ্লাভস ও মুখে মাস্ক ছিল সচেতন জনতার৷

দীর্ঘদিন ধরে গৃহবন্দি থাকার পর আনলকের পর্বে কাজে ফেরার জন্য ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন বহু মানুষ৷ নিজেদের সাইকেল, বাইক, গাড়ি ব্যবহার করে চলছে কর্মস্থলে ফেরার কাজ৷ আর তার জেরে আনলক পর্বের প্রথম দিনেই কলকাতা ফিরল কলকাতায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + two =