কলকাতা: অবশেষে বাংলায় এল ‘কোভ্যাকসিন’। পুনে থেকে স্পাইসজেটের বিশেষ কার্গো বিমানে চড়ে কলকাতা বিমানবন্দরে নামানো হয় বহু প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন। মোট ১০ লক্ষ ভ্যাকসিনের ডোজ মঙ্গলবার দুপুরে রাজ্যে এসে পৌঁছেছে। যদিও তার মধ্যে ৩ লক্ষ ভ্যাকসিন চলে যাবে প্রতিবেশী রাজ্যে৷
আজ সকাল থেকেই তুমুল ব্যস্ততা ছিল কলকাতা বিমানবন্দরে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা বিমানবন্দর। দুপুর ১টা ৪০ মিনিটে বিশেষ কার্গো বিমান নামল রানওয়েতে। রাজ্যের জন্য মোট ৫৮টি বাক্সে বোঝাই ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষিত ৬ লক্ষ ৮৯ হাজার কোভ্যাকসিনের ডোজ নামানো হল বিমান থেকে। রানওয়েতে উপস্থিত রাজ্য স্বাস্থ্য দপ্তরের দুটি ট্রাক সেই ভ্যাকসিন বোঝাই করে পুলিশি পাহারায় তৎক্ষণাৎ রওনা দেয় বাগবাজারে স্বাস্থ্য দপ্তরের ভ্যাকসিন স্টোরের উদ্দেশে।
সারা দেশে ভ্যাকসিন বণ্টনের নির্দেশিকায় কলকাতাকে পূর্ব ভারতের ভ্যাকসিন হাব বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। সেইজন্য রাজ্যের ৭ লক্ষ ভ্যাকসিন ছাড়া আরও ৩ লক্ষ ভ্যাকসিন একইসাথে এসে পৌঁছেছে কলকাতা বিমানবন্দরে। সেই ভ্যাকসিন নেওয়ার জন্য বিমানবন্দরে উপস্থিত ছিল কেন্দ্রীয় সরকারের একটি ট্রাক। কলকাতা পুলিশের নিরাপত্তায় সেই ট্রাক ভ্যাকসিন নিয়ে সোজা চলে যায় হেস্টিংসে কেন্দ্রীয় ভ্যাকসিন স্টোরে। সেখানে থেকে আশপাশে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও উত্তর-পূর্ব রাজ্যগুলিতে পৌঁছে যাবে কোভ্যাকসিন।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আজ সন্ধ্যে সাতটায় উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারের উদ্দেশে ভ্যাকসিন নিয়ে রওনা হবে দুটি গাড়ি। একই সঙ্গে একটি ভ্যান যাবে পুরুলিয়া, বাঁকুড়া ও আসানসোলের পথে।