সিঙ্গুর: বাংলার সর্বনাশ যারা করেছে, তারা সেই সর্বনাশের স্বপ্ন এখনও দেখছে৷ সর্বনাশের পথ দেখিয়েছিলেন মমতা৷ বুধবার সিঙ্গুর থেকে ঝাঁঝালো বক্তব্য বাম নেতা সুজন চক্রবর্তীর৷ এদিন সিঙ্গুরের শিল্পায়ন নিয়ে মমতাকে চরম নিশানা করলেন বাম বিধায়ক৷ একইসঙ্গে প্রতিশ্রুতি দিলেন, ২০২১-এর নির্বাচনে বাংলার ক্ষমতায় ফিরে প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে সিঙ্গুরে৷ এদিন সুজন বলেন, সিঙ্গুরে ৯০ শতাংশ হওয়া শিল্পগুড়িয়ে দিয়ে বাংলার সর্বনাশ করেছেন মমতা৷
মমতাকে তোপ দেগে তিনি আরও বলেন, ‘‘৯০ ভাগ তৈরি হয়ে যাওয়া শিল্পকে ডিনামাইট চার্জ করে যারা ধ্বংস করেছেন, তারা আসলে ধ্বংস করেছেন আমারদের যৌবনের স্বপ্নকে, ভবিষ্যতের স্বপ্নকে৷ তখন যিনি বলেছিলেন, আমার মাথায় বন্দুক ঠেকালেও আমি সরব না৷ তিনি বন্দুকের ট্রিগারটা টিপে দিলেন কোনও টাটার মাথায় নয়, বাংলার যুব সমাজের মাথা লক্ষ্য করে৷”
এদিন বাম বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, যে সিঙ্গুরের মাটিতে শিল্প হয়নি সেখানে কী করা হয়েছে? তিনি বলেন, সিঙ্গুরের ওই মাটিতে চাষের পরিমাণ কমেছে৷ একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে সুজন বলেন, সিপিএম ক্ষমতায় এলে দেখিয়ে দেবে কী করতে পারে৷ এদিন ‘ভাইপো’কেও আক্রমণ শানাতে শোনা যায় সুজনকে৷ তোলেন দলত্যাগী নেতাদের প্রসঙ্গও৷ বলেন, আগে অনুপ্রেরণা বশবর্তী হয়ে সবাই তৃণমূলে এসেছিল৷ এখন অনুপ্রেরণার এত ভাটা যে সবাই বিজেপিতে চলে যাচ্ছে৷ সবশেষে এদিন বড় প্রতিশ্রুতি দেন সুজন৷ বলেন ২০২১-এ ক্ষমতায় এসে প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে এই সিঙ্গুরেই৷ এদিন সিঙ্গুরে ধূলিসাৎ হওয়া টাটার কারখানার প্রতীকী শিলান্যাস করেন সুজন৷