হাওড়া: পিচ গলিয়ে চলছিল রাস্তার কাজ৷ আচমকায় রাস্তার ধারে মজুত থাকা একাধিক পিচের ড্রামে ধরে যায় আগুন৷ বুধবার দুপুরে বেলুড় স্টেশন রোডের জুটমিলের শ্রমিক আবাসন সংলগ্ন এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সেখানে রাস্তা তৈরির কাজ হচ্ছিল৷ হঠাৎই আগুন লেগে যায়। বেশ কয়েকটি পিচের ড্রামে পরপর আগুন লাগে। পাশের দুটি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে এগিয়ে আসেন স্থানীয় মানুষ৷ তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ২টি ইঞ্জিন৷ প্রায় ঘন্টা দুয়েকেরও বেশি সময়ের চেষ্টায় দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনেন।
তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এলাকায় রাস্তায় পিচ দেওয়ার কাজ চলছিলো। পিচ ভর্তি ড্রামগুলির নিচে আগুন জ্বালিয়ে পিচ গলানো হচ্ছিল। সেই সময়ে পিচের অনেকগুলি ড্রামে আগুন লেগে যায়। ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ঘর থেকে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ। দমকলে খবর দেওয়া হলে দমকল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বালি ও লিলুয়া থেকে ২টি ইঞ্জিন এসে আগুন নেভায়। বেলুড় স্টেশন রোডের সংলগ্ন জুটমিলের শ্রমিকদের আবাসনের পাশেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের এক কর্তা বলেন, অসাবধানতা থেকেই আগুন ধরে থাকতে পারে৷ তবে ঘটনার তদন্ত হবে৷