কলকাতা: ধনেখালিতে ইভিএম ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী। তাঁর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল কমিশন। পঞ্চমদফা নির্বাচনে সোমবার, ধনেখালিতে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ। পরিস্থিতি দেখতে গিয়ে হেনস্থার মুখে পড়েন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। সাংবাদিকদেরও হেনস্থা করা হয়। ঘটনায় লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রিসাইডিং অফিসারকে এফআইআরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
অভিযোগ, এদিন ১৫৯নং বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে বুথে ঢুকে ভোটকর্মীদের সঙ্গে তর্ক জুড়েদেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷ বচসা চলাকালীন পিছের দরজা দিয়ে বুথে ঢুকে একদল বিজেপি কর্মী ইভিএম ভাঙচুর চালায়৷ স্থানীয়দের সঙ্গেও বচসা বাধে তৃণমূল নেত্রী৷ লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান কযেকজন। লকেটের গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী৷ পরে ওই খবর সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হয় সংবাদ মাধ্যম৷ অন্যদিকে, ভোটারদের একাংশের অভিযোগ, ‘‘লকেট চট্টোপাধ্যায় ইভিএম ভাঙচুর করেছেন৷’’ প্রিসাইডিং ফিসার বলেন, ‘‘একজন বাইরে থেকে এসে ইভিএম ভাঙচুর করেছেন।’’ ওই কেন্দ্রে আপাতত বন্ধ রয়েছে ভোটগ্রহণ।
অন্যদিকে, পঞ্চমদফা নির্বাচনে সকালে থেকে উত্তেজনা ছড়াল উলুবেড়িয়ার উদয়নারায়ণপুরে। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের করণপাড়ায় বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় তিনজন আহত হন। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গেলে সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয়। ক্যামেরা বন্ধ করতে বাধ্য করা হয়। এলাকাতে ঢুকতে বাধা দেন কর্মী, সমর্থকরা।