কলকাতা: বাংলায় জনবিস্ফোরণের ইঙ্গিত দিয়ে প্রায় আড়াই মাসের লাগাতার পরিশ্রমের পর অবশেষে প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা৷ গতবারের তুলানায় এবছর ভোটার তালিকায় নাম তোলার হিড়িক বেড়েছে ২.৫১ শতাংশ৷ রাজ্যের সমস্ত রেকর্ড ভেঙে নতুন তালিকায় নাম লেখালেন অন্তত ১৭ লক্ষ ভোটার৷
নতুন ভোটার তালিকায় আপনার নাম আছে কি না, দেখবেন কীভাবে?
নতুন তালিকায় রাজ্যে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার ৮৬৮৷ গতবারের তুলনায় যা অনেক বেশি৷ চলতি বছরে নতুন তালিকায় ঠাঁই পেয়েছেন ৩ কোটি ৫৭ লক্ষ ৮৩ হাজার ৪৬৩ জন পুরুষ ও ৩ কোটি ৩৯ লক্ষ ৭৫ হাজার ৯৭৯ জন মহিলা৷ তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ হাজার ৪২৬ জন৷
গত ১ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকায় সংযোজন ও সংশোধনের সুযোগ ছিল। সংযোজন, বিয়োজন এবং সংশোধন—সব মিলিয়ে প্রায় ৪০ লক্ষ আবেদন জমা পড়ে। যা রেকর্ড। তার মধ্যে নতুন করে নাম উঠেছে ২০ লক্ষ ৬৭ হাজার ৩০৩ জনের। ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ৩ লক্ষ ৫৭ হাজার ৩০ জনের নাম। সংশোধন করা হয়েছে ৮ লক্ষ ৫৩ হাজার ৪৩৩ জনের। পরিসংখ্যান বলছে, গতবারের তুলনায় ২.৫১ শতাংশ ভোটার বেড়েছে। যা অন্য বছরগুলির তুলনায় অনেকটাই বেশি। এবার তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে। আগে এক হাজার পুরুষ অনুপাতে মহিলা ভোটারের সংখ্যা ছিল ৯৪৩। এবার তা বেড়ে হয়েছে ৯৪৯। ১৮ বছর বয়সি ভোটারের সংখ্যাও এবার ২.৯৬ শতাংশ বেড়েছে। নতুন এই তালিকা প্রকাশ্যে আসতে ‘জনবিস্ফোরণে’র ইঙ্গিত পাচ্ছে রাজ্যে পর্যবেক্ষক মহলের একাংশ৷