কলকাতা: জোরালো উত্তুরে হাওয়ার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা নামছে। চলতি শীতের মরশুমে কলকাতায় এখনও পর্যন্ত শীতলতম দিন ছিল শনিবার। সর্বনিম্ন তাপমাত্রা এই মরশুমে প্রথম এদিন ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে (১৪.৯ ডিগ্রি) চলে আসে। আজ রবিবারও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশাপাশে থাকবে বলে আলিপুর আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত আগামী সোমবার পর্যন্ত শীতের আমেজ থাকবে। তারপর শীতের ভাগ্য নির্ভর করছে নিম্নচাপের গতিপ্রকৃতির উপর। আজ, রবিবার নাগাদ ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হবে। এটি শক্তিশালী হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। সঞ্জীববাবু জানিয়েছেন, নিম্নচাপটি তৈরি হওয়ার পর এটির গতিপ্রকৃতি বোঝা যাবে।
নিম্নচাপের জেরে রাজ্যে শীতের ভাগ্য থমকে যাওয়ার আশঙ্কা
কলকাতা: জোরালো উত্তুরে হাওয়ার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা নামছে। চলতি শীতের মরশুমে কলকাতায় এখনও পর্যন্ত শীতলতম দিন ছিল শনিবার। সর্বনিম্ন তাপমাত্রা এই মরশুমে প্রথম এদিন ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে (১৪.৯ ডিগ্রি) চলে আসে। আজ রবিবারও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশাপাশে থাকবে বলে আলিপুর আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়