হাইকোর্টে ঝুলেই থাকল ফিরহাদ হাকিমের মেয়র ভাগ্য

কলকাতা: শুক্রবার কলকাতা পুরসভার মেয়র নির্বাচনের উপর কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। কিন্তু, আগামী ৩ ডিসেম্বর মেয়র নির্বাচন নিয়ে আইনি জটিলতা কেটেও কাটল না । কারণ হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের আদালতে এই মামলার চূড়ান্ত শুনানি হবে ১৭ ডিসেম্বর । তারপর রায় দেবেন বিচারপতি বসাক । ওই রায়ের ওপর নির্ভর করছে মেয়র হিসেবে ফিরহাদ হাকিম

হাইকোর্টে ঝুলেই থাকল ফিরহাদ হাকিমের মেয়র ভাগ্য

কলকাতা: শুক্রবার কলকাতা পুরসভার মেয়র নির্বাচনের উপর কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। কিন্তু, আগামী ৩ ডিসেম্বর মেয়র নির্বাচন নিয়ে আইনি জটিলতা কেটেও কাটল না । কারণ হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের আদালতে এই মামলার চূড়ান্ত শুনানি হবে ১৭ ডিসেম্বর । তারপর রায় দেবেন বিচারপতি বসাক । ওই রায়ের ওপর নির্ভর করছে মেয়র হিসেবে ফিরহাদ হাকিম কলকাতা পুরসভায় টিকে থাকতে পারবেন কিনা । পুরআইন সংশোধন করে কাউন্সিলর নন এমন কাউকে মেয়র পদে বসাচ্ছে বর্তমান রাজ্য সরকার । এই বিষয়টি সংবিধানের পরিপন্থী বলে দাবি করেন সিপিএম কাউন্সিলর বিলকিস বেগম । কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি । শুক্রবার সেই মামলার শুনানিতে বিলকিস বেগমের পক্ষে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, ‘সংবিধান অনুযায়ী মেয়রকে নির্বাচিত কাউন্সিলর হতে হয়’। কিন্তু, কলকাতা পুরসভার পক্ষে আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায় বলেন, ‘মিউনিসিপালিটি নির্বাচন সম্পূর্ণ রাজ্য আইনসভার ক্ষমতাধীন । সেখানে কোর্ট নাক গলাতে পারে না’। রাজ্য সরকারের তরফে আডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘বর্তমান মেয়র পদ প্রার্থীকে সংবিধান সম্মত করার জন্যই এই সংশোধন আনা হয়েছে’। শুনানির শেষে রাজ্য সরকারের তরফে আইনজীবী অর্ক কুমার নাগ বলেন, ‘আদালত কোনও স্থগিতাদেশ দিল না । সরকার এবং পুরসভাকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে । আমরা হলফনামা দেব । তার পরবর্তী হলফনামা আবেদনকারীরা দেবেন’। মামলাকারীর তরফে অপর আইনজীবী শামিম আহমেদ বলেন, ‘আমরা মনে করি বিষয়টি অসাংবিধানিক । তাই হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল । কোর্টের আজকের রায়ে স্পষ্ট, ৩ তারিখ যে নির্বাচন হচ্ছে তার যা ফলাফল হবে সেটাই চূড়ান্ত নয় । ১৭ তারিখে এই মামলার চূড়ান্ত শুনানি হবে । তখনই সিদ্ধান্ত হবে যে এই নির্বাচনে যে রায় হবে সেটি চূড়ান্ত কি না । আপাতত রাজ্যকে হলফনামা দিতে বলা হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *