শত্রুতা ছিল না, তবুও রাতের কলকাতায় শ্যুট আউটের ঘটনায় হতবাক পরিবার

শত্রুতা ছিল না, তবুও রাতের কলকাতায় শ্যুট আউটের ঘটনায় হতবাক পরিবার

 

হাওড়া: রবিবার রাতে কলকাতার মিন্টো পার্কের কাছে গোর্কি সদনের সামনে হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিংহকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পঙ্কজবাবুর বাড়ি হাওড়ার সালকিয়া বাঁধাঘাট এলাকায়। বঙ্গেশ্বর অ্যাপার্টমেন্টে থাকেন ব্যবসায়ীর পরিবার।

পরিবারের দাবি, পঙ্কজের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। রাতের কলকাতায় শ্যুটআউটের ঘটনায় রীতিমতো হতবাক ব্যবসায়ীর পরিবারও। তাঁরাও বুঝে উঠতে পারছেন না কি কারণে পঙ্কজকে প্রাণে মারার চেষ্টা হল। ঘটনায় প্রকাশ, রাতের ওই ঘটনায় প্রথমেই ঘিরে ফেলা হয় ব্যবসায়ীর গাড়ি। তারপর তাঁকে নেমে আসতে বলা হয়। তখনই পঙ্কজকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রাণে বেঁচে গেলেও গুলি কাঁধে লেগে বেরিয়ে যায়।

 ব্যবসায়ীকে সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। পঙ্কজ সিংহ হাওড়ার একজন বড় ব্যবসায়ী। কলকাতায় তাঁদের গারমেন্টসের ব্যবসা রয়েছে। এছাড়াও ছোট ভাই প্রমোটিং এর ব্যবসায় যুক্ত। রবিবার রাতে পঙ্কজ কয়েকজন বন্ধুকে নিয়ে আরেক বন্ধুর বাড়িতে এসেছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময়ই এই ঘটনা ঘটে। সিগন্যালে দাঁড়ালে ওই ব্যবসায়ীর গাড়ি ঘিরে ফেলে কয়েকটি মোটরবাইকে আসা দুষ্কৃতীরা। সেখানেই চলে গুলি। অনুমান করা হচ্ছে ব্যবসায়িক শত্রুতার জেরেই এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *