ভোট পরবতী হিংসা: হাইকোর্টের রায়ে খুশি হয়েও আতঙ্কে ভুগছে পরিবার

ভোট পরবতী হিংসা: হাইকোর্টের রায়ে খুশি হয়েও আতঙ্কে ভুগছে পরিবার

বারাসত: মহামান্য উচ্চ আদালতের রায়ে খুশি শ্যামনগর রাহুতার মৃত শোভারানি মণ্ডলের পরিবার। হাইকোর্ট ভোট পরবতী’ হিংসার তদন্তে সিবিআইকে দায়িত্ব দেওয়ায় খুশি শোভারানীর ছেলেরা এবং গোটা পরিবার। তবে ক্ষোদ সিবিআই তাদের মায়ের খুনের তদন্ত করবে এটা ভাবতে পারেনি তারা। আশ্বস্ত হয়েছেন তাদের মায়ের আসল খুনিরা  ধরা পরবেন।

তবে ইতিমধ্যেই তাদের উপর মুখ না খোলার চাপ আসতে শুরু করেছে। তাই তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের দাবি, নিরাপত্তার ব্যবস্থা করুক প্রশাসন। নিরাপত্তার অভাবে তাঁরা এখন বাইরেও বেরোতে ভয় পাচ্ছেন। তাছাড়াও মণ্ডল পরিবার দাবি করছেন, তাঁরা যেহেতু বিজেপি করেন সেই কারণে একাধিক জায়গায় তাঁরা আধার কার্ড জমা দেওয়া সত্ত্বেও ভ্যাকসিন দেওয়া হচ্ছে না৷ এমনকি নানাভাবে হেনস্থা করার চেষ্টা হচ্ছে৷

গত ২ মে ভোটের ফল প্রকাশের পরই রাতের বেলায় জনা ২৫ জন দুষ্কৃতী আক্রমন করে বিজেপির  জগদ্দল ১৭১ নং বুথ সভাপতি কমল মণ্ডলের বাড়ি। কমল, তার ভাই তারককে মারধর শুরু করে দুষ্কৃতীরা। ছেলেদের চিৎকার শুনে তাঁদের মা শোভারানী বাঁচাতে গেলে তাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে দুষ্কৃতীরা। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করলেও বাকিরা এখনও গ্রেফতার হয়নি। ঘটনার পর নিহত শোভারানীদেবীর বাড়িতে এসেছিলেন বিজেপির সর্ব ‘ভারতীয় সভাপতি  জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা। অবশেষে দেরিতে হলেও তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ায় খুশি নিহতের পরিবারের সদস্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 9 =