রায়গঞ্জ: রাস্তায় পড়ে রয়েছে টাকা৷ কুড়িয়ে পাওয়া টাকা নিজের পকেটে তুলে নিয়েছেন রায়গঞ্জ শহরের বন্দর এলাকায় বেশ কয়েকজন বাসিন্দা৷ রাস্তায় থেকে টাকা কুড়িয়ে পকেটে ঢোকানোর ঘটনা জানাজানি হতেই তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়েছে রায়গঞ্জ শহরের বাসিন্দাদের মধ্যে৷ অগত্যা আতঙ্ক কমাতে রাস্তায় পড়ে থাকা টাকা কোড়ানো ব্যক্তিদের পাঠানো হল কোয়ারেন্টাইনে৷
ঘটনার সূত্রপাত মঙ্গলবার ভোরে৷ এলাকার একেজজন বাসিন্দা রাস্তার ৫০০ ও ২০০০ টাকার নোট পড়ে থাকতে দেখেন৷ কয়েকজন আবার ওই পকেটে পুরে নেন৷ আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দাদের একাংশ৷ কুড়িয়ে পাওয়া টাকা থেকে করোনার সংক্রমণ ছড়ানো আশঙ্কা করেন বাসিন্দাদের একাংশ৷ অবশেষে পুলিশে অভিযোগ জানান বাসিন্দারা৷ পরে যাঁরা ওই টাকাগুলি ছুঁয়েছিলেন তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য চাপ দিতে থাকেন বাসিন্দারা৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বাসিন্দা একই দাবি তুলতে থাকেন৷ চাপে পড়ে স্থানীয়দের দাবি মেনে নেন স্থানীয়দের কয়েকজন৷
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে রায়গঞ্জে বন্দর এলাকায় বেশ কিছু নোট পড়ে থাকতে দেখা বাসিন্দারা৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ,হলুদের ফ্যাক্টরির সামনে কয়েক হাজার টাকা পড়ে থাকতে দেখে কৌতুহল তৈরি হয় স্থানীয়দের মধ্যে৷ চোখের সামনে নোট দেখে অনেকেই তা পকেটে ভরতে থাকেন৷ এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে৷